Advertisment

সৌরভ না বিরাট, নেতৃত্বে কে এগিয়ে! জানালেন অজিদের বিশ্বকাপজয়ী কোচ বুকানন

দুনিয়ার অন্যতম সেরা কোচ তিনি। ২০১৮-১৯ এ অস্ট্রেলিয়ার মাটি থেকে ভারতের সিরিজ জয়ের জন্য কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে পিতৃত্বকালীন ছুটি হিসাবে কোহলি মাত্র এক টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি বিরাট কোহলি- নেতৃত্বে কে এগিয়ে তা নিয়েই এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচ জন বুকানন। সরাসরি জানিয়ে দিলেন, সৌরভ, কোহলি দুজনেই আগ্রাসী নেতৃত্বে বিশ্বাস রাখেন।

Advertisment

ইন্দো-অজি ডাউন আন্ডার সিরিজ শুরু হওয়ার আগে স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বুকানন জানিয়ে দিলেন, "ব্যাট রান পাক বা না পাক- দলে সবসময়েই দুরন্ত অবদান রাখে ও। ২০১৯ সিরিজে চেতেশ্বর পূজারা সিরিজের স্টার হয়ে উঠেছিল। বিরাট কোহলিরও অবদান ছিল। রাহানেও ব্যাটে রান পেয়েছিল। তবে কোহলির আসল অবদান ছিল নেতৃত্বে। যেভাবে ও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে- শুধু ম্যাচ জেতাই নয়, ম্যাচ জেতার উপায়ও খুঁজে বের করে ফেলে ও।"

আরো পড়ুন: অর্থ-গ্ল্যামারে আইপিএলের সামনেই নেই পিএসএল! কোন লিগে পুরস্কার কত কোটি, জানুন

শেষবার অজি সফরে টিম ইন্ডিয়া প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতে এসেছিল। বিরাট কোহলি ব্যাট হাতে ২৮২ রান করেছিলেন। ৫২১ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এর আগে ২০১৪-১৫ সিরিজে কোহলি ৬৯২ রান হাঁকিয়েছিলেন।

১৯৯৯ থেকে ২০০৭- টানা আট বছর অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্বে ছিলেন। সেই সময় জোড়া বিশ্বকাপ জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার সফলতম কোচ তিনি। এরপরে আইপিএলে নাইট রাইডার্সে কোচিং করিয়েছেন। সেখানে বুকাননের নাইট দলের নেতা ছিলেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত অজি কোচ বলেন, "সৌরভ যখন দায়িত্ব নেয়, তখন খেলার এপ্রোচটাই বদলে ফেলেছিল। শুধু খেলাই নয়, অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে মেলে ধরতে হয়, তা দেখিয়ে দেয় ও। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে খেলার মাঠে শত্রুতা ছিলই। তবে সৌরভ এটাকেই পুরোপুরি আলাদা উচ্চতায় পৌঁছে দেয়। সৌরভের মতই কোহলিও জাতীয় দলের নেতা হিসেবে একই জিনিস করছে।"

দুনিয়ার অন্যতম সেরা কোচ তিনি। ২০১৮-১৯ এ অস্ট্রেলিয়ার মাটি থেকে ভারতের সিরিজ জয়ের জন্য কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে পিতৃত্বকালীন ছুটি হিসাবে কোহলি মাত্র এক টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন। সেই প্রসঙ্গে বুকাননের বক্তব্য, "কোহলির অনুপস্থিতি শেষ তিন টেস্টের ফলাফলে প্রভাব ফেলবে।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Sourav Ganguly
Advertisment