New Update
হাসপাতালের বিছানায় শুয়ে রায়না, জন্টির টুইট ছুঁয়ে নিল হৃদয়
সুরেশ রায়না এখন হাসপাতালে। শেষ কয়েক মাস ধরেই তিনি হাঁটুতে সমস্য়া বোধ করছিলেন। অবশেষে তাঁরা হাঁটুতে অস্ত্রোপচার হল গত শুক্রবার। ভারতের বাঁ-হাতি এই মারকুটে ব্য়াটসম্য়ান আসন্ন ঘরোয় ক্রিকেটের মরসুমে আর মাঠে নামতে পারবেন না।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন
Advertisment