Advertisment

বাটলারকে ক্রিকেটের নতুন ধোনি বললেন অজি কোচ

অজি কোচ জাস্টিন ল্য়াঙ্গার ভূয়সী প্রশংসা করলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জোস বাটলারের। তাঁকে নতুন মহেন্দ্র সিং ধোনি বলে আখ্যা দিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
"Jos Buttler Is The New MS Dhoni Of World Cricket," Says Justin Langer

বাটলারকে ক্রিকেটের নতুন ধোনি বললেন অজি কোচ

আগামিকাল লর্ডস দেখবে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। বাইশ গজের মহারণে মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের আয়োজক দেশ ইংল্য়ান্ড, অবশ্যই চলতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। রুদ্ধশ্বাস এই ম্যাচের আগে অজি কোচ জাস্টিন ল্য়াঙ্গার ভূয়সী প্রশংসা করলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জোস বাটলারের। তাঁকে নতুন মহেন্দ্র সিং ধোনি বলে আখ্যা দিলেন তিনি।

Advertisment

বাটলার সাংবাদিক বৈঠকে বললেন, "বাটলারের ব্যাটিং দেখতে আমি ভালবাসি। ও বিশ্ব ক্রিকেটের নতুন ধোনি। অবিশ্বাস্য ভালো প্লেয়ার বাটলার। আমি চাইব অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ডাক হয়ে ফিরুক। আমি ওকে সমারসেটের হয়ে ক্রিকেট খেলতে দেখেছি। শুধু দুর্দান্ত অ্যাথলিটই নয় বাটলার, একজন অসাধারণ ফিনিশার। ইংল্যান্ডের ব্যাটিং দুর্দান্ত। লর্ডসে নামার জন্য় মুখিয়ে আছি আমরা।"

আরও পড়ুন: মোর্তাজাকে কাবুলিওয়ালার বার্তা: হাম তো ডুবে হ্যায় সনম, তুমকো লেকার ডুবেঙ্গে

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড সবার ওপরে। ৬ ম্যাচে ১১ পয়েন্ট কেন উইলিয়ামসনদের ঝুলিতে। দু'নম্বরে রয়েছে রয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সমসংখ্যক ম্য়াচে তাদের পয়েন্ট ১০। তিনে ভারত। পাঁচ ম্যাচে নয় পয়ন্ট বিরাট কোহলিদের। চারে রয়েছে ইয়ন মর্গ্য়ানের ইংল্যান্ড। ৬ ম্যাচে ৮ পয়েন্ট। ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে অজিদের হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে যাওয়ার। অন্য়দিকে ফিঞ্চ অ্যান্ড কোং চাইবে ব্রিটিশদের চাকা বসিয়ে দিতে। লর্ডসে চোখ রাখতেই হবে।

MS DHONI Justin Langer England Australia
Advertisment