আগামিকাল লর্ডস দেখবে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। বাইশ গজের মহারণে মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের আয়োজক দেশ ইংল্য়ান্ড, অবশ্যই চলতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। রুদ্ধশ্বাস এই ম্যাচের আগে অজি কোচ জাস্টিন ল্য়াঙ্গার ভূয়সী প্রশংসা করলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জোস বাটলারের। তাঁকে নতুন মহেন্দ্র সিং ধোনি বলে আখ্যা দিলেন তিনি।
বাটলার সাংবাদিক বৈঠকে বললেন, "বাটলারের ব্যাটিং দেখতে আমি ভালবাসি। ও বিশ্ব ক্রিকেটের নতুন ধোনি। অবিশ্বাস্য ভালো প্লেয়ার বাটলার। আমি চাইব অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ডাক হয়ে ফিরুক। আমি ওকে সমারসেটের হয়ে ক্রিকেট খেলতে দেখেছি। শুধু দুর্দান্ত অ্যাথলিটই নয় বাটলার, একজন অসাধারণ ফিনিশার। ইংল্যান্ডের ব্যাটিং দুর্দান্ত। লর্ডসে নামার জন্য় মুখিয়ে আছি আমরা।"
আরও পড়ুন: মোর্তাজাকে কাবুলিওয়ালার বার্তা: হাম তো ডুবে হ্যায় সনম, তুমকো লেকার ডুবেঙ্গে
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড সবার ওপরে। ৬ ম্যাচে ১১ পয়েন্ট কেন উইলিয়ামসনদের ঝুলিতে। দু'নম্বরে রয়েছে রয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সমসংখ্যক ম্য়াচে তাদের পয়েন্ট ১০। তিনে ভারত। পাঁচ ম্যাচে নয় পয়ন্ট বিরাট কোহলিদের। চারে রয়েছে ইয়ন মর্গ্য়ানের ইংল্যান্ড। ৬ ম্যাচে ৮ পয়েন্ট। ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে অজিদের হারিয়ে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে যাওয়ার। অন্য়দিকে ফিঞ্চ অ্যান্ড কোং চাইবে ব্রিটিশদের চাকা বসিয়ে দিতে। লর্ডসে চোখ রাখতেই হবে।