Advertisment

Saurav Ganguly-MS Dhoni: ধোনি নাকি সৌরভ- টিম ইন্ডিয়ার সেরা ক্যাপ্টেন কে! অবসর নিয়েই মুখ খুললেন ঋদ্ধিমান

Wriddhiman Saha's verdict on Saurav Ganguly & MS Dhoni: ঋদ্ধিমান সাহা ২০২১ সালে ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়া-সহ বিভিন্ন বিষয়ে সরাসরি মুখ খুলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Saurav Ganguly-MS Dhoni: সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনি

Saurav Ganguly-MS Dhoni: সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনি। (ছবি- টুইটার)

Wriddhiman Saha's verdict on Saurav Ganguly & MS Dhoni: ভারতীয় টেস্ট ব্যাটিং তারকা ঋদ্ধিমান সাহা পঞ্জাবের বিরুদ্ধে তাঁর শেষ রঞ্জি ম্যাচ খেলার পর অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি ৪০টি টেস্ট এবং ৯টি ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এক সাক্ষাৎকারে, সাহা ভারতীয় দলে তাঁর সময়ে দেখা অধিনায়কদের ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন।

Advertisment

ঋদ্ধিমান জানান, তিনি আরও কয়েক বছর ভারতের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু, টিম ম্যানেজমেন্ট তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঋদ্ধিমান বলেন, 'টিম ম্যানেজমেন্ট আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি আরও ২-৩ বছর খেলব বলে ভেবেছিলাম। কিন্তু, দুর্ভাগ্যবশত, সেটা করতে দেওয়া হয়নি। বাধ্য হয়েই আমি আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিই।'

ভারতীয় দলে তাঁর কেমন কেটেছে, তা-ও সাক্ষাৎকারে জানিয়েছেন ঋদ্ধিমান। তিনি বলেছেন, 'আমি সারা জীবনই ক্রিকেটটাকে উপভোগ করেছি। দলের সবাইকে সাহায্য করার চেষ্টা করেছি। উত্থান-পতন ছিল। কিন্তু, প্রতিটি মুহূর্ত আমার মনে আছে।' 

সৌরভ গাঙ্গুলি, এমএস ধোনি ও বিরাট কোহলির নেতৃত্বে তিনি খেলেছেন। কে কেমন অধিনায়ক, সে ব্যাপারেও খোলাখুলি জানিয়েছেন ঋদ্ধিমান। তিনি বলেছেন, 'আমি বিরাট কোহলির নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছি। সময়ের সঙ্গে বিরাট অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছিল। ধোনি ছিলেন ব্যতিক্রমী। আর, দাদার (সৌরভ গাঙ্গুলি) ম্যাচ রিডিংয়ের দুর্দান্ত ক্ষমতা ছিল। আমি তিন জন অধিনায়কেরই প্রশংসা করি।'

Advertisment

আরও পড়ুন- আমরা ৪ ইমপ্যাক্ট সাব নামাচ্ছি! ওয়াংখেড়েতে ম্যাচ শুরুর আগেই ভারতকে অপমান বাটলারের

ঋদ্ধিমান জানিয়েছেন যে তিনি বিসিসিআইয়ের থেকেও অনেক সাহায্য পেয়েছেন। এই ব্যাপারে বাংলার তারকা বলেছেন, 'আমাকে সাহায্যের জন্য আমি বিসিসিআইয়ের সভাপতি, সচিব এবং সব কর্তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার সব কোচ, পরামর্শদাতা, ফিজিও, প্রশিক্ষক, বিশ্লেষক, সতীর্থ, লজিস্টিক টিম, ম্যাসাজার এবং ভারতীয় ক্রিকেট দল, বেঙ্গল ক্রিকেট দল, ত্রিপুরা ক্রিকেট দল এবং আমার প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছে এমন সব ক্লাব, জেলা, বিশ্ববিদ্যালয় এবং স্কুল দলের প্রতিটি সাপোর্ট স্টাফ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার প্রতি আপনাদের বিশ্বাস এবং আপনাদের ক্রমাগত উৎসাহ আমাকে গড়ে তুলেছে। আমার প্রতি আস্থা রাখায় আমি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর প্রতিও কৃতজ্ঞতা জানাই।'

cricket Sourav Ganguly MS DHONI Mahendra Sing Dhoni Wriddhiman Saha Cricket News
Advertisment