Jos Buttler takes cheeky dig at India: ভারত-ইংল্যান্ড ৫ম টি২০ ম্যাচের টসের সময় ভারতের কড়া সমালোচনা করলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ৪র্থ টি২০ ম্যাচে ভারত কনকাশন সাব বা বদলি হিসেবে হর্ষিত রানাকে মাঠে নামিয়েছিল। তারই তীব্র সমালোচনা করেছেন বাটলার। তিনি বলেছেন, তাঁদের হাতে রবিবার ৪ জন ইমপ্যাক্ট সাব আছেন। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর পর বাটলার বলেন, 'আমাদের আজকের চার জন ইমপ্যাক্ট সাব হলেন রেহাম আহমেদ, সাকিব মাহমুদ, জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।'
শুক্রবার ৪র্থ টি২০ ম্যাচে, পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা নিয়েছেন পেসার হর্ষিত রানা। তিনি অলরাউন্ডার শিবম দুবের পরিবর্তে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচেই ভারতীয় পেসার রানার টি২০ অভিষেক হয়েছে। কেন একজন অলরাউন্ডারের বদলে একজন পেসারকে মাঠে নামানো হল, সেই প্রশ্ন তুলে হইচই শুরু করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের সমর্থক ক্রিকেট অনুরাগী ও বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে ধুয়ো তুলতে শুরু করেছেন।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ, ম্যাচে অর্ধশতক হাঁকানো হার্ড-হিটার শিবম দুবের পরিবর্তে 'লাইক-ফর-লাইক' বিকল্প হিসেবে হর্ষিত রানাকে মাঠে নামার অনুমোদন দিয়েছিলেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের ব্যাপারটা ভালো লাগেনি। কারণ, ইংল্যান্ড ওই ম্যাচ শেষ পর্যন্ত ১৫ রানে হেরে যায়। যার ফলে সিরিজ ইংল্যান্ডের হাতছাড়া হয়।
তরুণ পেসার রানা ইংল্যান্ডের জয়ে কাঁটা হয়ে ওঠেন। তিনি, দুবের পরিবর্তে মাঠে নেমে ৪ ওভার বল করে ৩টি উইকেট তুলে নেন। দুবে ইংল্যান্ডের জেমি ওভারটনের বলে আঘাত পেয়েছিলেন। তাই তাঁর পরিবর্তে নামেন রানা। বাটলার ওই ম্যাচের পরে সাংবাদিকদের বলেন, 'এটি লাইক-ফর-লাইক নয়। আমরা ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।'
আরও পড়ুন- ৯৭-এ অলআউট ইংল্যান্ড, ভারতের জয় রেকর্ড ১৫০ রানে
এতেই না থেমে বাটলার আরও বলেন, 'এটা লাইক-ফর-লাইক হতেই পারে না। হলে, হয় শিবম দুবে ঘণ্টায় প্রায় ২৫ মাইল গতিতে বল করেছেন। নতুবা হর্ষিত নিজের ব্যাটিংয়ে দুবের মত উন্নতি করেছেন। এই ম্যাচটা আসলে আমাদেরই জেতার কথা। আমরা সিদ্ধান্তের সঙ্গে একমত নই। এই পরিবর্তের ব্যাপারে আমাদের সঙ্গে কোনও পরামর্শও করা হয়নি। ব্যাট করতে নামার সময় আমি ভাবছিলাম যে হর্ষিত কী করে খেলছে? ওরা জানাল, ও কনকাশনের বদলি। যে সিদ্ধান্তের সঙ্গে আমি একদমই একমত নই। এটা কোনও সঠিক বদলিই নয়। ওরা জানিয়েছে, ম্যাচ রেফারি নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে ওঁদের কিছু বলার নেই। আমরা জাভাগাল শ্রীনাথকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। বিষয়টি সম্পর্কে আমরা কিছু স্পষ্ট উত্তর চাই। আমাদের এই ম্যাচ না জেতার কোনও কারণ ছিল না। আমাদের জেতার পুরো সুযোগ ছিল। আর, সেই কারণেই আমরা জবাব চাই।'