Football Clash: ছুটে গিয়ে অন্য দলের কোচের নাক চিপে মাটিতে ফেলে দিলেন, নামী ম্যানেজারের কীর্তিতে কলঙ্কিত ফুটবল

The incident, which went viral, added to the tensions of an already heated match where three players were sent off. ঘটনার জেরে ম্যাচে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তিন জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন রেফারি।

The incident, which went viral, added to the tensions of an already heated match where three players were sent off. ঘটনার জেরে ম্যাচে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তিন জন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন রেফারি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Football Ground: ফুটবল মাঠ

Football Ground: ফুটবল মাঠ। (প্রতীকী ছবি)

Jose Mourinho’s Nose-Honking Incident Sparks Outrage in Turkish Football: টার্কিস কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দ্বী দলের ম্যানেজার ওকান বুরুকের নাক চিপে দেওয়ায় এবার বিপাকে তুরস্কের ফেনারবাচে দলের ম্যানেজার হোসে মরিনহো। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল গালাতাসারে ২-১ গোলে জয়ের পর মরিনহোর দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ইস্তাম্বুলের এই ডার্বি ম্যাচ শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রেফারি তিন জন খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেন।

Advertisment

তারমধ্য়েই মরিনহো ম্যাচের উত্তাপ বাড়িয়ে ওই ঘটনা ঘটিয়েছেন। তিনি বরাবরই বিতর্কিত চরিত্র। এর আগে তুরস্কের ফুটবল দুনিয়াতেও তিনি বিতর্কে জড়িয়েছেন। তাতে লাগাম না টেনে আবারও বিতর্কের জন্ম দিলেন ফেনারবাচে কোচ। এটি ছিল তুর্কি কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেখানেই গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক টিপে দেন এই পর্তুগিজ কোচ!

ম্যাচের ১৩তম মিনিটে ঘটেছে এই লজ্জাজনক ঘটনা। পিছন থেকে এসে হঠাৎই বুরুকের নাক চেপে ধরেন মরিনহো। মুহূর্তে মাটিতে পড়ে যান গালাতাসারাই কোচ। যা ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়েছে। পরে ম্যাচ শেষে বুরুক বলেন, 'একটা অদ্ভুত লোক। তবে,.ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি না।'

Advertisment

এই ঘটনার পর গালাতাসারাইয়ের সহ-সভাপতি মেতিন ওজতুর্ক, মরিনহোর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, 'এটি শুধু আমাদের কোচের ওপর আক্রমণ নয়, পুরো তুর্কি ফুটবলের ওপর আক্রমণ। মরিনহো এত সাহস কোথা থেকে পান?'

এর আগেও মরিনহোর বিরুদ্ধে গালাতাসারাই বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ তুলেছিল। মাত্র দুই মাস আগেই এক ম্যাচে গালাতাসারাই বেঞ্চের খেলোয়াড়দের উদ্দেশে 'বানরের মত লাফাচ্ছে' বলে মন্তব্য করেছিলেন মরিনহো। যদিও ফেনারবাচে তাদের কোচের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে গালাতাসারাইয়ের বিরুদ্ধেই পালটা মামলা দায়ের করেছিল।

তবে, এবার যা ঘটেছে, সবটাই সবার চোখের সামনে ঘটেছে। ফলে, আর অস্বীকারের কোনও উপায় নেই। সেটা বুঝেই ফেনারবাচে এখনও পর্যন্ত মরিনহোর পাশে সরাসরি দাঁড়ায়নি। এই সুযোগে মরিনহোকে কটাক্ষ করতে ছাড়েনি গালাতাসারাই। তারা ম্যাচ শেষে তাদের অফিসিয়াল এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে কোচ বুরুকের হাসিমুখের একটি ছবি পোস্ট করেছে। আর, তার ক্যাপশনে লিখেছে, 'YOU SHOULD NOT ATTACK, YOU SHOULD DIGEST! (তোমার আক্রমণ করা উচিত নয়, বরং পরাজয় হজম করা উচিত!'

আরও পড়ুন- গুয়াহাটিতে প্রথম টেস্ট খেলবে ভারত, চমকের সূচি প্রকাশ করে কী জানাল বিসিসিআই?

আর, কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর বুরুক বলেছেন, 'আমি কোনও বাড়িয়ে বলব না। আমি যখন যাচ্ছিলাম, তখন ও পিছন থেকে এসে আমার নাকে চেপে ধরেছিল। আমার তাতে সামান্য হলেও আঁচড় লেগেছে। এটা মোটেও ঠিক কাজ হয়নি। আর, এটা কোনও স্মার্টনেসও না।'

Football Sports News attack sports punishment