Advertisment

ম্যাঞ্চেস্টারে ছাঁটাই হয়ে মিডিয়াতে চাকরি পেলেন মোরিনহো

আপাতত কোচিংয়ে ইতি টেনে মিডিয়াতে চাকরি নিলেন মোরিনহো। রাশিয়ান টিভি চ্যানেল আরটি-তে নিজের শো 'অন দ্য টাচলাইন উইথ হোসে মোরিনহো' সঞ্চালনা করবেন তিনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
José Mourinho to host own football show on Russian network RT

ম্যাঞ্চেস্টারে ছাঁটাই হয়ে মিডিয়াতে চাকরি পেলেন মোরিনহো

চেলসি ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছিলেন হোসে মোরিনহো। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে দু'বছর কাটিয়েও সাফল্যের মুখ দেখেননি বিশ্বের অন্যতম সেরা ফুটবল ম্যানেজার। অনেকেরই প্রশ্ন ছিল এরপর কোথায় যাবেন ৫৬ বছরের এই পর্তুগিজ কোচ! প্রতীক্ষার অবসান। আপাতত কোচিংয়ে ইতি টেনে মিডিয়াতে চাকরি নিলেন মোরিনহো। রাশিয়ান টিভি চ্যানেল আরটি-তে নিজের শো 'অন দ্য টাচলাইন উইথ হোসে মোরিনহো' সঞ্চালনা করবেন তিনি।

Advertisment

পাক্ষিক এই শো আগামী ৭ মার্চ থেকে শুরু হবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোর বিশ্লেষণ করবেন তিনি। কোচিং কেরিয়ারে দু'বার (পোর্তা, ২০০৩-০৪ ও ইন্টার মিলান ২০০৯-১০)  এই ট্রফিও জিতেছেন তিনি। গতবছর রাশিয়া বিশ্বকাপে এই চ্যানেলের হয়েই বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তিনি। আরবিক, ইংরাজি ও স্প্যানিশ ভাষাতেই সম্প্রচারিত হবে মোরিনহোর নতুন এই শো। আরটি ইতিমধ্যেই মোরিনহোর শো-র প্রমো পােস্ট করেছে ইউটিউবে। সেখানে মোরিনহো বলছেন," আমার নতুন চ্যালেঞ্জ নিতে ভাল লাগে। মানুষকে চমকে দিতে পছন্দ করি। আমি ফুটবল নিয়েই কথা বলব এখানে। আপনারা কী ভেবেছিলেন, আমি আর কী করতে পারি!"

আরও পড়ুন: চেলসির ওপর রোডরোলার চালিয়ে প্রিমিয়র লিগের সর্বকালের ইতিহাসে আগুয়েরো

মোরিনহো তাঁর বর্ণাঢ্য কোচিং কেরিয়ারে বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাটেডের মতো দলকে কোচিং করিয়েছেন তিনি। সাফল্য ও ব্যর্থতা দুই সঙ্গী হয়েছে তাঁর। এখন তাঁর নিজের শো-তে কত'টা সফল হন মৌ। কোচ হিসেবে অত্যন্ত ঠোঁটকাটা তিনি। কোনও কিছু বলতে দু'বারও ভাবেন না। এই জন্য় বিতর্কেও জড়িয়েছেন বহুবার।

Football Manchester United
Advertisment