Advertisment

Josh Hazlewood Injury Scare in 3rd Test vs India: ১০ জনে মাঠে নামতে বাধ্য হল অস্ট্রেলিয়া! গাব্বা টেস্টে চরম বিপর্যয়ে অজিরা

Border Gavaskar Trophy: ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন চলার সময়েই জস হ্যাজেলউডকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। তিনি সম্ভবত বাকি সিরিজে আর খেলতে পারবেন না।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Australian Cricket Team

Australia cricket Team: অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম (ক্রিকেট.কম.এইউ)

Josh Hazlewood injury update: চোট কতটা জানতে স্ক্যান করানো হল অস্ট্রেলিয়ান বোলার জশ হ্যাজলউডকে। অজি টিমের আশঙ্কা হ্যাজলউডের বড় কিছু হয়েছে। ব্রিসবেনের গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ৪র্থ দিনে মাত্র এক ওভার বল করার পরই জশ হ্যাজলউড মাঠের বাইরে চলে যান।

Advertisment

অস্ট্রেলিয়া দলের মুখপাত্র জানিয়েছেন, হ্যাজলউড 'কাফ' মাসলের সমস্যায় ভুগছেন। আঘাত কতটা জানতে তাঁকে তাড়াতাড়ি স্ক্যান করানো হয়েছে। এই চোটের জন্য, সিরিজের বাকি টেস্টে হ্যাজেলউড খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

ম্যাচের আগে হ্যাজলউড মেডিকেল স্টাফ এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কথা বলেছিলেন। মঙ্গলবার সকালে বল শুরু করেন। আস্তে দৌড়চ্ছিলেন। তাঁর শুরুর ডেলিভারি ছিল ধীরে, বল ছুটিয়েছেন ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে। ৩৩ বছর বয়সি বোলার ওভার শেষ করলেও অধিনায়ক প্যাট কামিন্স, সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ও ফিজিওথেরাপিস্ট নিক জোন্সের সঙ্গে এরপর কথা বলেন।

আরও পড়ুন: অবসরই হয়ত নিচ্ছেন রোহিত! গাব্বায় আউটের পরেই চরম ইঙ্গিত, ঝড় উঠল গ্লাভস কাণ্ডে

Advertisment

তাঁর প্রথম ওভারের পরেই ড্রিংক বিরতি ছিল। সেই সময় হ্যাজলউডকে কামিন্সদের সঙ্গে কথা বলতে দেখা যায়। হ্যাজেলউডর সুস্থ হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন। ইনজুরির জন্যই হ্যাজলউড এডিলেড টেস্ট খেলতে পারেননি। ব্রিসবেনে চোট কাটিয়ে দলে ফিরেছেন। বৃষ্টি-বিঘ্নিত তৃতীয় দিনে পাঁচ ওভার বল করেছেন। তখন তেমন সমস্যা মনে হয়নি।

এমনকী, কোহলির উইকেটও নিয়েছেন। কিন্তু, ম্যাচের ৪র্থ দিনেই তিনি সমস্যা বোধ করতে শুরু করেন। মাঠ ছাড়ার আগে ৪র্থ দিনে হ্যাজলউড মাত্র এক ওভার বল করেন। নাথান লিয়ন, ড্রিংকস বিরতির সময় ফক্স ক্রিকেটের সঙ্গে কথা বলছিলেন। সেখানেই তিনি জানান, হ্যাজলউড আগে ঠিকঠাকই ছিলেন।

অবশ্য, বিরতির সময় পরিস্থিতি বদলাতে পারে, তাঁর সঙ্গে ওর পর আর কথা হয়নি। কিংবদন্তি সুনীল গাভাসকার-সহ অনেকেই অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হারার পর হ্যাজলউডের চোট নিয়ে নানা কথা বলেছিলেন। ব্রিসবেনের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল।

যাইহোক, অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট হ্যাজলউডকে প্রথম দলে রাখার সিদ্ধান্ত নেন। আর, সেই সিদ্ধান্তকে কার্যত সঠিক প্রমাণ করে হ্যাজলউড মাত্র কয়েক ওভার বল করেই সাফল্য পেয়েছেন। চলতি টেস্টে হ্যাজলউড ৬ ওভার বল করেছেন, গড়ে ৩.৭০ রান দিয়েছেন। মোট দিয়েছেন ২২ রান।

তার মধ্যেই তারকা ক্রিকেটার বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন। হ্যাজেলউড এই মুহূর্তে আর খেলতে না পারলে, অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সকে বাকি বোলারদের সাবধানে ব্যবহার করতে হবে। ভারত ম্যাচটা অন্তত ড্র করতে চাইছে। এই অবস্থায় স্টার্ককে কামিন্স কীভাবে ব্যবহার করেন, সেটাই দেখার।

Cricket Australia Australia Border-Gavaskar Trophy Australia Cricket Team
Advertisment