Rohit Sharma's Test Retirement: 'অবসর' নিতে চলেছেন রোহিত শর্মা? গাব্বায় আউট হওয়ার পর রোহিতকে ভারতের টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরানোর দাবি জোরদার হয়েছে। তারমধ্যেই রোহিতের এক কাণ্ড তাঁর অবসরের জল্পনা জোরদার করেছে।
রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংসে মাত্র ১৯ রান করেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর শোচনীয় পারফরম্যান্স চলছেই। ব্রিসবেনে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের ৪র্থ দিনে প্রথম আধ ঘণ্টার মধ্যেই রোহিতের উইকেট মঙ্গলবার তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২৭ বলে মাত্র ১০ রান করে বিদায় নেন রোহিত।
ফেরার সময় ডাগআউটের কাছে তাঁর গ্লাভস খুলে চলে আসেন। যা কার্যত অবসর নেওয়ার সময় অনেক ব্যাটারই করেন। রোহিতের এই কাণ্ডই ভক্তদের মধ্যে তাঁর অবসর নিয়ে জল্পনা বাড়িয়েছে। চলতি সিরিজের তৃতীয় ইনিংসে টানা ৬ নম্বরে ব্যাট করলেন ভারত অধিনায়ক। দেখে মনে হয়েছে, রোহিত ক্রিজে বেশ স্বচ্ছন্দই ছিলেন।
আরও পড়ুন: দিনের প্রথম বলেই লোপ্পা ক্যাচ মিস স্মিথের, পাড়ার টুর্নামেন্টেও এই ভুল হবে না, দেখুন ভিডিও
শট খেলার জন্য ধৈর্য নিয়ে পছন্দের বলের অপেক্ষা করেছেন। কিন্তু, ৩৭ বছর বয়সি ব্যাটার একটা বেখাপ্পা শট খেলেই উইকেট খোয়ান। যা এই সিরিজে শুধু তাঁরই নয়, ভারতীয় দলেরও ক্ষতি করল। কামিন্স অফ স্টাম্পের কাছাকাছি একটি ফুলার ডেলিভারি দিয়েছিলেন। সেটাতেই খোঁচা দেন রোহিত। বল চলে যায় স্টাম্পের পিছনে উইকেটরক্ষক অ্যালেক্স কেরির কাছে।
Sign of retirement? Rohit Sharma left his gloves in front of dugout.
— अनुज यादव 🇮🇳 (@Hello_anuj) December 17, 2024
It will be a great decision if he decides to retire since batting in red ball has really became tough for him. pic.twitter.com/eYmImydgbs
Rohit Sharma left his gloves in front of the dugout. Signs of retirement?#INDvsAUS pic.twitter.com/UPCWy0A2Uu
— @vipin mishra 🇮🇳 (@viplnt) December 17, 2024
Rohit Sharma left his gloves in front of the dugout. Signs of retirement? pic.twitter.com/DDZY7rkHhi
— Aragorn (@shiva_41kumar) December 17, 2024
আউট হওয়ার পরে, হতাশাগ্রস্ত রোহিত প্যাভিলিয়নে ফেরার পথে বিজ্ঞাপন বোর্ডের ঠিক পিছনে ডাগ আউটের সামনে তাঁর গ্লাভস ফেলে আসেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ছড়িয়ে পড়ে। ভক্তরা ধরে নেন, রোহিত ওভাবে আসলে তাঁর টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করার ইঙ্গিত দিয়েছেন।
তিনি নিজেই নিজের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ। চলতি বছরের জুনে রোহিত টি২০ বিশ্বকাপে ভারতকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। তারপরেই তিনি টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। বর্তমানে জল্পনা চলছে যে রোহিত সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওডিআই ফরম্যাট থেকে অবসর নেবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ভারত দুবাইতে খেলবে। টুর্নামেন্টের বাকিটা হবে পাকিস্তানে। রোহিত শর্মার বর্তমান ফর্ম খারাপ হলেও তিনি চলতি বছর শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে দুটি সেঞ্চুরি করেছিলেন। তবে, সেপ্টেম্বরে ভারতের টেস্ট ক্যালেন্ডার শুরু হওয়ার পর তিনি ১৩ ইনিংসে মাত্র ১৫২ রান করেছেন।
যার মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংসে রোহিত মাত্র ১৯ করেছেন। তার আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড উভয় দলের বিরুদ্ধেই হোম সিরিজে খারাপ খেলেছেন। সেজন্যই ওপেনিং পজিশনও হারিয়েছেন। সেখানে তাঁর জায়গায় খেলছেন কেএল রাহুল। আর, রোহিত ব্যাট করতে নামছেন ৬ নম্বরে।