/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/ms-dhoni-csk-1200_copy_759x422.jpg)
শনিবার আচমকাই অবসর নিয়ে ধোনি দুনিয়াকে চমকে দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে অবসরের কথা সাফ লিখে দিয়ে হৃদয় ভেঙে দিয়েছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমীর। ধোনি লেখেন, ”আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।"
সীমিত ওভারের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ধোনির বিদায়ে শোকে মুহ্যমান সৌরভও প্রেস বিবৃতিতে জানিয়ে দেন, "একটা যুগের অবসান। দেশের তথা বিশ্ব ক্রিকেটে এক দুরন্ত ক্রিকেটার। তাঁর নেতৃত্বের গুণাবলী এমন ছিল যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তা খুঁজে পাওয়া সত্যিই বিরল। কেরিয়ারের প্রথমদিকে ওয়ান ডে ক্রিকেটে ধোনির দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। প্রত্যেক ভালো জিনিষের শেষ হয়। আর এটা তো আরও উজ্জ্বল-অনবদ্য।"
আরও পড়ুন
মুকেশের গানের ভক্ত ছিলেন, কেরিয়ারের ইনিংসটাও শেষ পর্যন্ত টানলেন মাহি
সৌরভের আরো সংযোজন, "উইকেটকিপার হিসেবেও নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়ে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন। মাঠে কোনও অনুশোচনা না রেখেই শেষ করলেন। এক অসাধারণ কেরিয়ার। তাঁর অবসর জীবনের সাফল্য কামনা করি।"
ঘটনা হল, শনিবার রাতে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়ার আগে ধোনি কিন্তু সেই কাজই করছিলেন। যা তিনি এতদিন ভালোবেসে এসেছেন। আগামী মাসেই আইপিএল দুবাইয়ে। সেইজন্যই চেন্নাই চলে এসেছেন তিনি। একদিন আগে পৌঁছানোর পর ধোনি অনুশীলন করতে নেমেছিলেন শনিবার।
Meanwhile...MS Dhoni practising at the Chepauk stadium this evening hours before he made his announcement on international retirement #MSDhonipic.twitter.com/Z2oBTKY17q
— Poornima Murali (@nimumurali) August 15, 2020
ছয় দিনের ট্রেনিং ক্যাম্প হচ্ছে চেন্নাইয়ে। রায়না সহ সিএসকের বাকি তারকাদের সঙ্গেই রীতিমত গা ঘামান অনুশীলনে। অবসর ঘোষণার পরেই ধোনির সেই অনুশীলনের ছবি শেয়ার করেন এক টুইটার ইউজার। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। ধোনি অবসর নেওয়ার কয়েক মিনিট পরেই সরে দাঁড়ান রায়নাও।
আইপিএলে ধোনি সফলতম অধিনায়ক। টুর্নামেন্টে সিএসকেকে তিনবার চ্যাম্পিয়ন করেন মাহি। সিএসকে রানার আপ হয়েছে পাঁচবার। তাঁর নেতৃত্বে সিএসকে আইপিএলের প্রতিটি সংস্করণের শেষ চারে পৌঁছেছে।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন