Advertisment

বুমরা-শামিদের চোটে দায়ী আইপিএল, বিস্ফোরক মন্তব্য অস্ট্রেলীয় কোচের

গত বছরের মার্চ এপ্রিলে আইপিএলের আয়োজন করার কথা থাকলেও অতিমারীর পরিস্থিতিতে তা ছয়-সাত মাস পিছিয়ে যায়। তারপর আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সফলভাবেই আয়োজন করেছে বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল দেখতে তিনি পছন্দ করেন। তবে এবারের আইপিএলের সময়সূচি নিয়েই প্রশ্ন তুলে দিলেন অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার। সরাসরি বলে দিলেন, ভুল সময়ে আইপিএলের আয়োজন করেই চোট আঘাতে বিপর্যস্ত ভারত।

Advertisment

ব্রিসবেন টেস্টের আগে ল্যাঙ্গার জানিয়ে দিলেন, "এই গ্রীষ্মে কতজন ক্রিকেটার চোটের কবলে পড়ে, সেটাই দেখার। আমার মনে হয় এই বছরের আইপিএল সঠিক সময়ে হয়নি। এমন বড় সিরিজের আগে তো অবশ্যই নয়।"

আরো পড়ুন: সদ্যজাতের ভুল ছবি শেয়ার করে বিপাকে বিরাটের ভাই, নিরাপত্তা জোরদার মুম্বইয়ের হাসপাতালে

গত বছরের মার্চ এপ্রিলে আইপিএলের আয়োজন করার কথা থাকলেও অতিমারীর পরিস্থিতিতে তা ছয়-সাত মাস পিছিয়ে যায়। তারপর আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সফলভাবেই আয়োজন করেছে বিসিসিআই। আর আইপিএল খেলেই ক্রিকেটাররা পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়।

আইপিএলে খেলে অজি সফরে যাওয়ার মাঝেই চোটের তালিকা দীর্ঘতর থেকে দীর্ঘতম হয়েছে। প্রথমে রোহিত শর্মা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার চোট পেয়ে বসেন। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে চোটের তালিকায় নাম লিখিয়েছেন উমেশ যাদব, মহম্মদ শামি, কেএল রাহুল, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, মায়াঙ্ক আগারওয়ালরা।

শুধু টিম ইন্ডিয়া নয়, অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নারও চোট পেয়েছিলেন সীমিত ওভারের সিরিজ খেলার সময়। তবে শেষ দুই টেস্টে খেলার আগে ফিট হয়ে গিয়েছেন তিনি। এমন আবহেই অজি কোচ জানাচ্ছেন, "আইপিএল আমিও পছন্দ করি। তরুণ বয়সে আমরা যেমন কাউন্টি ক্রিকেটের দিকে তাকিয়ে থাকতাম, সেরকম। সেই সময়ে উঠতি ক্রিকেটারদের গড়ে তুলতে কাউন্টি ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। একইভাবে সীমিত ওভারের ক্রিকেটের অগ্রগতিতে আইপিএলের অবদান রয়েছে।"

এরপরেই তাঁর সংযোজন, "তবে আইপিএলের সময়সূচি ঠিকমত হয়নি। বিশেষ করে লকডাউনের সময় যেভাবে ক্রিকেট খেলা ব্যাহত হল। এই চোট আঘাতের পিছনে আইপিএলের সূচি দায়ী কিনা সেটা নিশ্চয় ওঁরা পর্যালোচনা করে দেখবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Cricket Australia BCCI
Advertisment