প্রত্যাশা মতোই সিরি এ খেতাব জিতল জুভেন্তাস। এই নিয়ে টানা সাতবার ও মোট ৩৪ বার ইতালির চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। রবিবার এএস রোমার সঙ্গে গোলশূন্য ড্র করেও শিরোপা ধরে রেখেছে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্য়রা। দিন পাঁচেক আগে টানা চারবার কোপা ইতালিয়া জয়ের সেলিব্রেশনে মেতেছিল জুভেন্তাস। ফের ট্রফি জয়ের উল্লাসে মাতোয়ারা বুফোঁ অ্যান্ড কোং। সিরি এ জয়ের সঙ্গেই টানা চতুর্থবার ঘরোয়া ট্রফির দ্বিমুকুট জিতল সাদা-কালো জার্সিধারীরা।
আরও পড়ুন, পরপর চারবার কোপা ইতালিয়া জুভেন্তাসের, সেলিব্রেশনের ভিডিও দেখুন
এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল জুভেন্তাস।৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৯২। অন্যদিকে নাপোলি ২-০ গোলে সাম্পদোরিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৮৮-তে। দু নম্বরে শেষ করল তারা। ৭৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সিরি এ-তে থামল রোমা। এই মরশুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে জুভেন্তাসকে। দ্বিমুকুট জয় কিছুটা হলেও তাদের সেই ক্ষতে প্রলেপের কাজ করবে। জুভেন্তাসকে ধারাবাহিক ভাবে অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন আলেগ্রি। আগামী বছরেও এই ক্লাবের কোচিং করানোর ইচ্ছা আছে বলেই জানান তিনি।