মোহনবাগান সুপার জায়ান্টস- ১ (সুহেল)
এফসি গোয়া- ৩ (ব্রিসন, গুয়ারোচেনা (পেনাল্টি), বোরহা)
Mohun Bagan Super Giants vs FC Goa: চাপের মুখে জোড়া ভুল। আর তাতেই শেষ হয়ে গেল মোহনবাগানের সুপার কাপ অভিযান। বুধবার এফসি গোয়ার কাছে ১-৩ গোলে সেমিফাইনাল ম্যাচ হেরে বিদায় সবুজ-মেরুন শিবিরের। ম্যাচের দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ সময়ে বাগান গোলকিপার ধীরজ সিংয়ের দুটো মারাত্মক ভুলে সুপার কাপের ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়। মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে সুপার কাপের ফাইনালে চলে গেল মানোলো মার্কেজের এফসি গোয়া।
সুপার কাপ জিততে পারলে এই মরশুমে ত্রিমুকুট জয় হত। আইএসএল শিল্ড, কাপ এবং সুপার কাপ। কিন্তু সুপার কাপে তা হল না। কোচ বাস্তব রায়ের ইয়ং ব্রিগেডকে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল। সুপার কাপে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল বাগান। দলে ছিলেন মাত্র একজন বিদেশি নুনো রেইস। ছিলেন না কোচ হোসে মলিনা এবং দলের বিদেশি ফুটবলাররা। কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়।
উল্টোদিকে ৫ বিদেশি নিয়ে খেলতে নামে এফসি গোয়া। সেটাই পার্থক্য গড়ে দিল এদিনের ম্যাচে। বার বার গোয়ার আক্রমণে ছারখার হয়ে যায় বাগানের ইয়ং ডিফেন্স। প্রথমার্ধে ব্রিসনের গোলে এগিয়ে যায় গোয়া। কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে মোহনবাগান। আশিকের ঠিকানা লেখা পাস থেকে বক্সের মধ্যে ট্যাপ-ইন গোল করেন সুহেল ভাট। হাফটাইমে স্কোর থাকে ১-১।
আরও পড়ুন ধীরজের ভুলেই লজ্জার হার? বাগানের বিদায়ে ফুঁসছেন সমর্থকরা
দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে মারাত্মক ভুল করে বসেন বাগান গোলকিপার ধীরজ সিং। এগিয়ে এসে বিশ্রী ফাউল করে বসেন। পেনাল্টি পায় গোয়া। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গোয়ার বিদেশি গুয়ারোচেনা। বাগানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গোয়ার বোরহা। কর্নার কিক থেকে বিশ্বমানের গোল করে যান তিনি। এইক্ষেত্রেও বোকার মতো ভুল করে বসেন ধীরজ। যা নিয়ে পরে কোচ বাস্তব রায়ের চোখেমুখেও বিরক্তি ফুটে ওঠে। ধীরজের এই পারফরম্যান্স পরের মরশুমেও তাঁকে প্রথম একাদশে সুযোগ পেতে বেগ দেবে।
পর পর ২ গোল খেয়ে যাওয়ার পর আর ম্যাচে সেভাবে ফিরতে পারেননি আশিক-সাহালরা। আশিক, সুহেলরা কিছুটা চেষ্টা করেছিলেন। একবার সালাহ গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন। কিন্তু সুযোগ হাতছাড়া করেন। তবে সুপার কাপ থেকে বিদায় নিলেও মোহনবাগানের প্রাপ্তির ভাঁড়ারে থাকছে একঝাঁক তরুণ ফুটবলারের পারফরম্যান্স। পরের মরশুমে তাঁদের প্রথম একাদশে মলিনা রাখতেই পারেন এই পারফরম্যান্সের পর।