Kamindu Mendis Becomes First Player to Bowl with Both Arms in an IPL Over: শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস বৃহস্পতিবার আইপিএলে ইতিহাস গড়লেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ম্যাচে তিনি এক ওভারেই দুই হাতে বল করে নজির স্থাপন করলেন।
১৩তম ওভারে আক্রমণে এসে প্রথম তিন বল বাঁ-হাতি স্পিনার হিসেবে এবং পরের তিন বল ডান-হাতি অফ-স্পিনার হিসেবে করেন মেন্ডিস। আর, তার ফলে এই অনন্য কৃতিত্ব অর্জন করা প্রথম খেলোয়াড় হলেন তিনি। ওই ওভারে চতুর্থ বলে ৫০ রান করা অঙ্গকৃশ রঘুবংশীকে আউট করেন মেন্ডিস।
ব্যাট হাতেও তিনি বেশ ভালো খেলেছেন। ২৭ রান করেছেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। তবে, তাঁর সেই চেষ্টা সত্বেও ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এসআরএইচ মাত্র ১২০ রানেই গুটিয়ে যায়। এটি চলতি আইপিএলে গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদের টানা তৃতীয় পরাজয়।
এর আগে ভেঙ্কটেশ আইয়ার ২৯ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সমালোচকদের যোগ্য জবাব দেন। পাশাপাশি, অঙ্গকৃশ রঘুবংশীর ৩২ বলে ৫০ রানের ইনিংস ও অজিঙ্কা রাহানের (৩৮) সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ কেকেআরকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। এই ম্যাচে সমালোচনার জবাব দিয়েছেন রিংকু সিংও। কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিনের খেলোয়াড় রিংকু (১৭ বলে ৩২*) দুর্দান্ত ব্যাটিংয়ে দলের স্কোরকে ৬ উইকেটে ২০০ করতে সাহায্য করেন। এই স্কোর চলতি মরশুমে কেকেআরের সর্বোচ্চ রান।
এই ম্যাচে কেকেআরের পেসার বৈভব অরোরাও দারুণ পারফর্ম করেছেন। তিনি মাত্র ২৯ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। শুরুতেই আউট করে দেন ভয়ংকর ব্যাটার ট্র্যাভিস হেড (৪) ও ঈশান কিষাণকে (২)।
আরও পড়ুন- জামশেদপুরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল মোহনবাগান সমর্থককে, আহত সমর্থকের পাশে জাতীয় ক্লাব
যাইহোক, মেন্ডিসের কথায় ফেরা যাক। মেন্ডিস কিন্তু, শুধু আইপিএলেই নয়। টেস্ট ক্রিকেটেও নতুন রেকর্ড গড়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১৩তম ইনিংসেই তিনি ১,০০০ রান পূর্ণ করেছেন। যা এশিয়ার দ্রুততম এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম টেস্ট ব্যাটিংয়ের রেকর্ড। এর আগে ভারতের বিনোদ কাম্বলি ১৪ ইনিংসে ১,০০০ রান করার এই কীর্তি গড়েছিলেন। সেই কাম্বলিকে ছাপিয়ে গিয়ে মেন্ডিস ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করেছেন। ব্যাডম্যান, ১৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। তাঁর মৃত্যুর পরও আজ পর্যন্ত সেই রেকর্ড অটুট রয়ে গিয়েছে।