ISL 2025, Mohun Bagan: জামশেদপুরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল মোহনবাগান সমর্থককে, আহত সমর্থকের পাশে জাতীয় ক্লাব

A Mohun Bagan fan was attacked and injured in Jamshedpur. The National Club has assured full support to the injured supporter. Read more. জামশেদপুরে আক্রমণের শিকার হলেন মোহনবাগান সমর্থকরা। আহত সমর্থকদের পাশে দাঁড়াল জাতীয় ক্লাব। বিস্তারিত জানতে পড়ুন।

A Mohun Bagan fan was attacked and injured in Jamshedpur. The National Club has assured full support to the injured supporter. Read more. জামশেদপুরে আক্রমণের শিকার হলেন মোহনবাগান সমর্থকরা। আহত সমর্থকদের পাশে দাঁড়াল জাতীয় ক্লাব। বিস্তারিত জানতে পড়ুন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MB ISL, জামশেদপুরের ঘটনা

MB ISL: জামশেদপুরের ঘটনাটি ঘটেছে। (ছবি- মোহনবাগান)

Mohun Bagan Stands by Injured Fan After Attack in Jamshedpur: বৃহস্পতিবার জামশেদপুরে আইএসএলের ম্যাচ চলাকালীন প্রহৃত হলেন মোহন বাগান সমর্থকরা। জামশেদপুরের জেআরডি টাটা স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে গতকাল জামশেদপুর এফসির ম্যাচ ছিল। সেই সময় মোহনবাগান সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাতে মাথা ফেটেছে বাগান সমর্থকদের। পাশাপাশি, বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ।

Advertisment

বাগান সমর্থকদের অভিযোগ, গ্যালারিতে ক্রমাগত বাঙালি বিদ্বেষী গালাগালি দিচ্ছিলেন স্থানীয় সমর্থকরা। এরপর জামশেদপুরের প্রথম গোলের পরে উত্তেজিত অবাঙালি সমর্থকরা মোহনবাগানের ফ্লেক্স ছিঁড়তে আসেন। তাঁদের তখনকার মত নিরস্ত করা হয়। এরপর জবাবী গোল দেয় মোহনবাগান। মোহনবাগান সমর্থকদের দাবি, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জেসন কামিন্সের গোলে মোহনবাগান বিশ্বমানের গোল করে সমতা ফেরানোর সময় গ্যালারিতে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তাঁদের অভিযোগ, এই সময় ওই অবাঙালি সমর্থকরা এসে মোহনবাগানের ফ্লেক্স ছিঁড়ে দেন।

সেই সময় মোহনবাগান সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। বাগান সমর্থকদের অভিযোগ, সেই সময় অ্যাওয়ে স্ট্যান্ডে থাকা র‍্যাফ (সিকিউরিটির) এসে তাঁদের মারতে শুরু করেন। সেই মারধরে মোহনবাগানের বেশ কয়েকজন সমর্থক আহত হন। সবথেকে বেশি আঘাত পান বনগাঁ থেকে খেলা দেখতে যাওয়া মোহনবাগান সমর্থক রিপন মণ্ডল। আক্রান্তদের অভিযোগ, র‍্যাফের বেপরোয়া লাঠিচার্জে মাথা ফেটে যায় রিপনের। মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয়। 

Advertisment

রিপনের আঘাতের কথা জানতে পেরে গভীর রাতে ওই হাসপাতালে তাঁকে দেখতে ছুটে যান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত-সহ কার্যনির্বাহী কমিটির আরও ছয় সদস্য। প্রসঙ্গত, এর আগেও জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে কলকাতার তিন প্রধানের সমর্থকরা মাঠে বিরূপ অভিজ্ঞতা গালিগালাজ এমনকী, মারধরের মুখে পড়েছেন। বৃহস্পতিবারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন- জামশেদপুরের কাছে হেরেও, 'খুশি' মোহনবাগান কোচ, ফাঁস করলেন কারণটা

এনিয়ে ক্লাবের তরফ থেকে বিবৃতিও জারি করা হয়েছে। পাশাপাশি ক্লাব সমর্থক সংগঠনগুলোও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তবে, জামশেদপুরের অভিযুক্তদের অবাঙালি সমর্থকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপের কথা এখনও ঝাড়খণ্ড পুলিশ জানায়নি।

sports Indian Super League (ISL) Football Jamshedpur FC Mohun Bagan