Advertisment

ধোনির সেনায় যোগদানকে কী চোখে দেখছেন কপিল-গম্ভীর?

ক্রিকেট থেকে আপাতত নিজেকে দূরে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। নীল জার্সি নয়, এখন জলপাই রঙের উর্দিতেই দেখা যাবে তাঁকে। দেশের সেবক হিসেবেই নিজেকে নিয়োজিত করতে চলেছেন টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kapil Dev, Gautam Gambhir hail MS Dhoni's decision to serve Indian Army

ধোনির সেনায় যোগদানকে কী চোখে দেখছেন কপিল-গম্ভীর?

ক্রিকেট থেকে আপাতত নিজেকে দূরে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। নীল জার্সি নয়, এখন জলপাই রঙের উর্দিতেই দেখা যাবে তাঁকে। দেশের সেবক হিসেবেই নিজেকে নিয়োজিত করতে চলেছেন টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ১০৬ টিএ ব্য়াটেলিয়নের (প্য়ারা) হয়ে ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট কাশ্মীর উপত্য়কায় পোস্টিং হচ্ছেন মাহি। সেনার সদর দফতর  অনুমোদনেই তাঁকে পেট্রোলিং, গার্ড এবং পোস্ট ডিউটি দেওয়া হয়েছে।

Advertisment

ধোনিকে ভারতীয় সেনার হয়ে কর্তব্য় পালন করতে দেখে দেশের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে। এমনটাই মনে করছেন ভারতের দুই প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার-কপিল দেব ও গৌতম গম্ভীর। কপিল বলছেন,"ধোনি এটা অত্য়ন্ত বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশের তরুণদের ও মোটিভেট করবে। আমার মনে হয় দেশের তরুণরাও কিছুটা সময় সেনার সঙ্গে কাটাক। এর ফলে ওরা নতুন কিছু শিখতে পারবে।"

আরও পড়ুন: ধোনি এবার কাশ্মীরের প্রহরী, জানিয়ে দিল ভারতীয় সেনা

২০০৭ সালে টি-২০ ও ২০১১-তে ধোনির ভারতকে বিশ্বকাপ জেতানোর অন্য়তম কারিগর ছিলেন গম্ভীর। এই মুহূর্তে যিনি বিজেপি-র সাংসদের ভূমিকায় কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। ধোনির প্রাক্তন সতীর্থ বলছেন,"ধোনির এই সিদ্ধান্ত অসাধারণ। আমি এর আগে বহুবার বলেছি, ধোনি তখনই সেনার উর্দি পরুক যখন ও দেশের জন্য় কিছু করতে পারবে। ধোনি সেনায় যোগ দেওয়ার ঘটনা বুঝিয়ে দিল যে, ওর ভারতীয় সেনার প্রতি কত'টা অনুগত। ও এই বিষয় যথেষ্ঠ সিরিয়াস। ধোনির এই পদক্ষেপ দেশের তরুণদের উৎসাহিত করবে সেনায় যোগ দেওয়ার জন্য়।"


প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি ২০১১ সালেই প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ পান। অভিনব বিন্দ্রা এবং দীপক রাওকে সেনা এই সম্মান দেয়। এর ঠিক চার বছর পরেই ধোনি  প্য়ারা রেজিমেন্টের আগ্রা ট্রেনিং ক্য়াম্পে গিয়ে প্রশিক্ষিত প্য়ারাট্রুপার হন। পাঁচবার প্য়ারাশুট ট্রেনিং জাম্প দিয়েছিলেন তিনি। অতীতেও ধোনিকে একাধিকবার সেনার অনুষ্ঠানে সেনার পোশাকেই পাওয়া গিয়েছে।

Gautam Gambhir MS DHONI
Advertisment