/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Jasprit-Bumrah_.jpg)
ম্যাচ শুরুর আগে অনুশীলনে জসপ্রীত বুমরা (বিসিসিআই ফেসবুক)
একদমই ছন্দে নেই জসপ্রীত বুমরা। গত দু-মাস ধরেই বুমরা বল হাতে প্রত্যাশিত ফর্মে নেই। নিউজিল্যান্ডে ভারতের খারাপ খেলার পিছনে বুমরার অফ ফর্মকেও অনেকে দায়ী করছেন। কিন্তু বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব সাফ জানিয়ে রাখছেন, "একবার চোট পেলে পুরো ফিট হয়ে উঠতে সময় লাগে। বুমরা একজন দারুণ বোলার। আগেও নিজেকে প্রমাণ করেছে ও। আন্তর্জাতিক ক্রিকেটে যে ও পারফর্ম করতে পারে, সে প্রমাণ আগে রেখেছে।"
গত বছর বিশ্বকাপে বুমরা দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন ইংল্যান্ডের মাটিতে। ১৮ উইকেট শিকার করেছিলেন গোটা টুর্নামেন্টে। তার আগে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে আসছিলেন বুমরা। তবে গত বছরের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের সফরের সময়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে তারকা বোলারের। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরেই ছিলেন।
আরও পড়ুন শচীনকে আউট করায় সরাসরি খুনের হুমকি, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুংকার
বছরের বাকি সময় খেলতে না পারলেও চলতি জানুয়ারিতে ফের একবার প্রত্যাবর্তন করেছিলেন স্পিডস্টার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি২০ সিরিজেও ছিলেন তিনি। তবে চারটে সিরিজ খেলার পরেও এই বুমরা অতীতের ছায়ামাত্র।
আরও পড়ুন ধোনির জন্য নিয়ম আলাদা কেন! মাহিকে নিয়ে বেফাঁস কপিল দেব
২০২০ সালে বুমরা প্রত্য়াবর্তনের পরে মাত্র ৯ উইকেট শিকার করেছেন। তা একেবারেই বুমরা-সুলভ নয়। কীভাবে বুমরা পুরনো আগুনে মেজাজে ফিরতে পারে, সেই বিষয়ে টিপস দিতে গিয়ে কপিল দেব জানিয়েছেন, "ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা বলে থাকি, মাত্র একটা ভাল ইনিংসই ছন্দে এনে দিতে পারে। বোলারের বিষয়ে তেমনই স্রেফ একটা ভাল স্পেল প্রয়োজন। আমি বুমরাকে নিয়ে একদমই পজিটিভ। পুরনো মেজাজে ফিরতে বুমরার দরকার দু-একটা উইকেট।"
পাশাপাশি কপিলের সংযোজন, "বিরাট কোহলি এবং বুমরার মতো ক্রিকেটাররা চ্যাম্পিয়ন। খুব দ্রুতই ফিরে আসবে ওরা।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us