Kapil on Yograj: যোগরাজ সিংয়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। তাঁর পালটা প্রশ্ন, 'তিনি কে?' অর্থাৎ, কে এই যোগরাজ সিং? সাংবাদিকরা যখন কপিলকে জানান যে যোগরাজ সিং হলেন যুবরাজ সিংয়ের বাবা। তখন কপিল পালটা প্রশ্ন ছুড়ে জিজ্ঞাসা করেন যে সাংবাদিকদের আর কোনও প্রশ্ন আছে কি না?
দল থেকে বাদ পড়ার পর তিনি কীভাবে পিস্তল নিয়ে কপিল দেবের বাড়িতে চড়াও হয়েছিলেন, সেই বিষয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন যোগরাজ সিং। তাঁর সেই সব বক্তব্যের প্রেক্ষিতেই কপিল দেবের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জবাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমন প্রতিক্রিয়া জানান, যেন তিনি চিনতেই পারেননি যোগরাজ সিংকে।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সম্প্রতি বলেছেন, 'যখন কপিল দেব ভারত, উত্তরাঞ্চল এবং হরিয়ানার অধিনায়ক, তখন তিনি কোনও কারণ ছাড়াই আমাকে দল থেকে বাদ দিয়েছিলেন। আমার স্ত্রী (যুবরাজের মা) চেয়েছিলেন আমি কপিলকে প্রশ্ন করি। আমি তাঁকে বলেছিলাম যে ওই বাজে লোকটিকে শিক্ষা দেব। আমি আমার পিস্তল বের করে সেক্টর ৯-এ কপিলের বাড়ি গেছিলাম। ও ওঁর মায়ের সঙ্গে বেরিয়ে এসেছিল। আমি ওঁকে বেশ কয়েকবার গালাগালি দিই। আমি ওঁকে বলেছিলাম, তোমার জন্যই আমি একজন বন্ধু হারিয়েছি। তুমি যা করেছো, তার জন্য তোমাকে মূল্য চোকাতে হবে। আমি ওঁকে বলেছিলাম, আমি তোমার মাথায় গুলি করতাম। কিন্তু, সেটা করছি না কারণ তোমার মা এখানে দাঁড়িয়ে আছেন। আর, তিনি খুব ধার্মিক। এরপর আমি শবনমকে (যুবরাজ সিংয়ের মা) বলি, চল যাই।'
যোগরাজের এইসব মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কপিল দেব প্রথমে প্রশ্ন করেন, 'কউন হ্যায়? (তিনি কে?)” এবং যখন তাকে বলা হয় যে এটি যুবরাজের বাবা যোগরাজ, তখন তিনি শান্তভাবে সাংবাদিকদের জিজ্ঞাসা করেন যে তাদের অন্য কোনও প্রশ্ন আছে কিনা। যোগরাজ ১৯৮০-৮১ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে ১টি টেস্ট এবং ৬টি ওয়ানডে খেলেছিলেন। সম্প্রতি তিনি প্রয়াত বিষণ সিং বেদী-সহ তার প্রাক্তন সতীর্থদের সম্পর্কে অনেক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন।
আরও পড়ুন- এবার পারফরম্যান্সের ভিত্তিতে টাকা! ক্রিকেটারদের সোজা করতে নতুন পথে বিসিসিআই
যোগরাজ বলেছেন, 'বিষণ সিং বেদী-সহ কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমি বিষণ সিং বেদীকে কখনও ক্ষমা করিনি। বেদী বিছানায় পচে পচে মারা গেছে। যখন আমাকে বাদ দেওয়া হয়, তখন আমি অন্যতম নির্বাচক রবীন্দ্র চাড্ডার সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান যে প্রধান নির্বাচক বিষণ সিং বেদী আমাকে নিতে চাননি। কারণ, তাঁরা ভেবেছিলেন যে আমি সুনীল গাভাসকরের লোক। কারণ, আমি মুম্বইতে ক্রিকেট খেলছি। এটা সত্যিই যে আমি গাভাসকরের খুব কাছের খেলোয়াড় ছিলাম।'
Kapil Dev’s reaction on Yograj Singh: 'সে--কে?', যোগরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া কপিলের
Kapil on Yograj: দল থেকে বাদ পড়ার পর তিনি কীভাবে পিস্তল নিয়ে কপিল দেবের বাড়িতে চড়াও হয়েছিলেন, সেই বিষয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন যোগরাজ সিং।
Kapil Dev-Yograj Singh: কপিল দেব ও যোগরাজ সিং। (এক্সপ্রেস ফাইল)
Kapil on Yograj: যোগরাজ সিংয়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। তাঁর পালটা প্রশ্ন, 'তিনি কে?' অর্থাৎ, কে এই যোগরাজ সিং? সাংবাদিকরা যখন কপিলকে জানান যে যোগরাজ সিং হলেন যুবরাজ সিংয়ের বাবা। তখন কপিল পালটা প্রশ্ন ছুড়ে জিজ্ঞাসা করেন যে সাংবাদিকদের আর কোনও প্রশ্ন আছে কি না?
দল থেকে বাদ পড়ার পর তিনি কীভাবে পিস্তল নিয়ে কপিল দেবের বাড়িতে চড়াও হয়েছিলেন, সেই বিষয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন যোগরাজ সিং। তাঁর সেই সব বক্তব্যের প্রেক্ষিতেই কপিল দেবের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জবাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমন প্রতিক্রিয়া জানান, যেন তিনি চিনতেই পারেননি যোগরাজ সিংকে।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সম্প্রতি বলেছেন, 'যখন কপিল দেব ভারত, উত্তরাঞ্চল এবং হরিয়ানার অধিনায়ক, তখন তিনি কোনও কারণ ছাড়াই আমাকে দল থেকে বাদ দিয়েছিলেন। আমার স্ত্রী (যুবরাজের মা) চেয়েছিলেন আমি কপিলকে প্রশ্ন করি। আমি তাঁকে বলেছিলাম যে ওই বাজে লোকটিকে শিক্ষা দেব। আমি আমার পিস্তল বের করে সেক্টর ৯-এ কপিলের বাড়ি গেছিলাম। ও ওঁর মায়ের সঙ্গে বেরিয়ে এসেছিল। আমি ওঁকে বেশ কয়েকবার গালাগালি দিই। আমি ওঁকে বলেছিলাম, তোমার জন্যই আমি একজন বন্ধু হারিয়েছি। তুমি যা করেছো, তার জন্য তোমাকে মূল্য চোকাতে হবে। আমি ওঁকে বলেছিলাম, আমি তোমার মাথায় গুলি করতাম। কিন্তু, সেটা করছি না কারণ তোমার মা এখানে দাঁড়িয়ে আছেন। আর, তিনি খুব ধার্মিক। এরপর আমি শবনমকে (যুবরাজ সিংয়ের মা) বলি, চল যাই।'
যোগরাজের এইসব মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কপিল দেব প্রথমে প্রশ্ন করেন, 'কউন হ্যায়? (তিনি কে?)” এবং যখন তাকে বলা হয় যে এটি যুবরাজের বাবা যোগরাজ, তখন তিনি শান্তভাবে সাংবাদিকদের জিজ্ঞাসা করেন যে তাদের অন্য কোনও প্রশ্ন আছে কিনা। যোগরাজ ১৯৮০-৮১ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে ১টি টেস্ট এবং ৬টি ওয়ানডে খেলেছিলেন। সম্প্রতি তিনি প্রয়াত বিষণ সিং বেদী-সহ তার প্রাক্তন সতীর্থদের সম্পর্কে অনেক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন।
আরও পড়ুন- এবার পারফরম্যান্সের ভিত্তিতে টাকা! ক্রিকেটারদের সোজা করতে নতুন পথে বিসিসিআই
যোগরাজ বলেছেন, 'বিষণ সিং বেদী-সহ কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমি বিষণ সিং বেদীকে কখনও ক্ষমা করিনি। বেদী বিছানায় পচে পচে মারা গেছে। যখন আমাকে বাদ দেওয়া হয়, তখন আমি অন্যতম নির্বাচক রবীন্দ্র চাড্ডার সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান যে প্রধান নির্বাচক বিষণ সিং বেদী আমাকে নিতে চাননি। কারণ, তাঁরা ভেবেছিলেন যে আমি সুনীল গাভাসকরের লোক। কারণ, আমি মুম্বইতে ক্রিকেট খেলছি। এটা সত্যিই যে আমি গাভাসকরের খুব কাছের খেলোয়াড় ছিলাম।'