/indian-express-bangla/media/media_files/2025/05/31/F25M9qTP0vsXXGtSmFCY.jpg)
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকালেন করুণ নায়ার
Karun Nair Double Century: ইংল্যান্ডের মাটিতে পা রেখেই দুর্দান্ত ব্যাটিং করলেন ভারতীয় ক্রিকেটার করুণ নায়ার। দীর্ঘ ৯ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন তিনি। এবার ইন্ডিয়া এ (India vs England) দলের হয়ে ধামাকাদার দ্বি-শতরান হাঁকালেন। করুণ ২৭২ বলে নিজের ডবল সেঞ্চুরি পূরণ করলেন। উল্টোদিক থেকে অবশ্য তাঁকে যোগ্য সঙ্গত দেন সরফরাজ খান (Sarfaraz Khan)। যদিও সরফরাজ অল্পের জন্য নিজের শতরান মিস করেন এবং ৯২ রান করে আউট হয়ে যান। তবে যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ব্যাট হাতে একেবারেই নজর কাড়তে পারলেন না।
দুরন্ত শতরান হাঁকালেন করুণ নায়ার
ইংল্যান্ড এ দল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং অভিমন্যু ঈশ্বরণ। অভিমন্যুর ব্যাটে একেবারেই রান দেখতে পাওয়া গেল না। তিনি মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল বেশ কয়েকটা নজরকাড়া শট হাঁকিয়েছিলেন। কিন্তু, তিনিও ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর করুণ নায়ার এবং সরফরাজ খান ভারতীয় ইনিংসের দায়িত্ব গ্রহণ করেন।
এই দুই ব্যাটারের মধ্যে তৃতীয় উইকেটে ১৮১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। করুণকে এই ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং ছন্দে দেখতে পাওয়া গেল। ব্রিটিশ বোলারদের কার্যত কচুকাটা করলেন তিনি। ১৫২ বলে করুণ প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪তম শতরান পূরণ করেছিলেন। কিন্তু, এখানেই তিনি থেমে থাকেননি। শেষপর্যন্ত ২০৪ রান করে তিনি আউট হন। ইতিমধ্যে করুণ ২৬ বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।
Karun Nair: ইংল্যান্ডের টিকিট প্রায় পাকা! ৮ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ট্রিপল সেঞ্চুরিয়নের?
নজর কাড়লেন ধ্রুব জুরেলও
২০২৫ আইপিএল টুর্নামেন্টের পর এবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতেও দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এদিন কার্যত বিধ্বংসী মেজাজে ধ্রুব ব্যাট করলেন। সেইসঙ্গে ইংল্যান্ড বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করে দেন। ১২০ বলে ৯৪ রান করেন জুরেল। সরফরাজের মতো তিনিও অল্পের জন্য শতরান মিস করলেন। এই ইনিংসে তিনি ১১ চার এবং একটি ওভার বাউন্ডারি মেরেছেন। আপাতত দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক চলছে। ভারতীয় এ দল ৭ উইকেট হারিয়ে ৫৩৩ রান করেছে। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে করুণ নায়ারের আসন ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে কার্যত কনফার্ম হয়ে গিয়েছে। সরফরাজ এবং ধ্রুব জুরেল জায়গা করতে পারেন কি না, এখন সেটাই দেখার।