কেনিয়ার ইলিউড কিপচোগে অ্যাথলেটিকসে লিখলেন নতুন ইতিহাস। শনিবার এই গ্রহের প্রথম বাসিন্দা হিসাবে দু' ঘণ্টার (সাব টু আওয়ার ম্য়ারাথন) মধ্য়ে শেষ করলেন ম্য়ারাথন দৌড়।
যদিও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস তাদের রেকর্ডের খাতায় নথিভুক্ত করবে না তাঁর ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডের এই প্রয়াস। ফেডারেশন এটিকে বিশ্বরেকর্ড হিসাবে তারা মান্য়তা দেবে না। কারণ এটি বেসরকারি ম্য়ারাথন ছিল। এবং তাদের কিছু নিয়ম রয়েছে ম্য়ারাথনের ক্ষেত্রে।
আরও পড়ুন: জাতীয় রেকর্ড ভাঙলেন দ্যুতি, অলিম্পিক টিকিট সময়ের অপেক্ষা
কেনিয়ান বিশ্ব রেকর্ড জয়ী ও অলিম্পিক চ্যাম্পিয়ন এদিন অস্ট্রিয়ার রাজধানীতে এই ইহিতাস লিখেছেন। ওখানকার বিখ্য়াত প্র্যাটার পার্কে ৯.৪ কিলোমিটারের চারটি ল্য়াপ শেষ করেছেন। হিসাব বলছে প্রতি কিলোমিটার শেষ করতে কিপচোগে গড়ে ২.৫০ মিনিট করে সময় নিয়েছেন। ২.৪৮ থেকে ২.৫২ সেকেন্ড লেগেছে তাঁর।
৩৪ বছরের ইলিউডের দখলেই আছে ম্য়ারাথনের বিশ্বরেকর্ড। ২০১৮-র ১৬ সেপ্টেম্বর বার্লিন ম্য়ারাথনে ২ ঘণ্টা ১ মিনিট ৩৯ সেকেন্ডে শেষ করেছিলেন সেই দৌড়। দু'বছর আগে ইতালিতেও ২ ঘণ্টার কম সময়ে ম্য়ারাথন শেষ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ব্য়র্থ হন।