Advertisment

Jalaj Saxena's record: একই দিনে দু'বার ৫ উইকেট! নজির গড়ে ইতিহাসে ভারতীয় তারকা

Ranji Trophy: বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে কেরলের হয়ে এই রেকর্ড গড়েছেন মধ্যপ্রদেশে জন্মগ্রহণকারী অফ স্পিনার। একইসঙ্গে তিনি বেশ কিছু রেকর্ডও ভাঙলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jalaj Saxena: জলজ সাক্সেনা

Jalaj Saxena: শুক্রবার বিহারের বিরুদ্ধে জলজ সাক্সেনা তাঁর ৩১তম রঞ্জি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। (ছবি- কেসিএ)

Jalaj Saxena picks two five-wicket in one day: কেরলের জলজ সাক্সেনা একইদিনে দু'বার ৫টি করে উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন। শুক্রবার তিরুবনন্তপুরমের স্পোর্টস হাব আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেরলের হয়ে শেষ লিগ-পর্বের ম্যাচে বিহারের বিরুদ্ধে তিনি দু'বার ৫টি করে উইকেট নিয়েছেন। তাঁর চেষ্টায় কেরল বিহারকে এক ইনিংস এবং ১৬৯ রানে হারিয়ে গত পাঁচ মরশুমে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল। 

Advertisment

কেরল ৩৫১ রানের বিশাল রান করার পর, সাক্সেনা বিহারের মিডল অর্ডারকে গুঁড়িয়ে দেন। মাত্র ৭.১ ওভারে ১৯ রানে তিনি ৫ উইকেট নেন। যার ফলে সফরকারী বিহার মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায়। রঞ্জি ট্রফিতে এটা সাক্সেনার ৩১তম ৫ উইকেট শিকার। যা বর্তমান  বোলারদের মধ্যে সর্বোচ্চ। রঞ্জি টুর্নামেন্টের ইতিহাসে আর মাত্র ৪ জন বোলার ৫ উইকেট নিয়েছেন।

তবে, বিহারের বিরুদ্ধে সাক্সেনা এই প্রথম ৫ উইকেট নিলেন। বিহার তাঁর ১৯তম প্রতিপক্ষ দল। যাদের বিরুদ্ধে মধ্যপ্রদেশ-জাত অফ-স্পিনার ৫ উইকেট নিলেন। এই উইকেট নেওয়ার ফলে ৩৮ বছর বয়সি সাক্সেনা রঞ্জি ট্রফিতে রেকর্ড করলেন। এই ট্রফির অধিকাংশ দলের  বিরুদ্ধে মোট ১৮ বার ৫ উইকেট শিকারের রেকর্ড আছে ভারতের প্রাক্তন পেসার পঙ্কজ সিংয়ের। সেই রেকর্ডই শুক্রবার ভাঙলেন সাক্সেনা।

রঞ্জি ট্রফিতে সর্বাধিক দলের বিরুদ্ধে ৫ উইকেট শিকারীরা

Advertisment

১৯ – জলজ সাক্সেনা

১৮ – পঙ্কজ সিং

১৬ – সুনীল জোশী

১৬ – আর বিনয় কুমার

১৬ – শাহবাজ নাদিম

১৬ – আদিত্য সারওয়াতে

শুক্রবারের রেকর্ডের পর সাক্সেনার উইকেট সংখ্যা রঞ্জি-তে বেড়ে হল ৪২১। যা তাঁকে রঞ্জি ট্রফিতে ৭ম সর্বোচ্চ উইকেট শিকারীর মর্যাদা দিল। এদিনের শেষেই, জলজ দ্বিতীয়বার ৫ উইকেট নেন। এবার তিনি ৩৪ রানে নেন ৫ উইকেট। ফলো-অনের আবেদনের পর তখন বিহার ব্যাট করতে নেমেছিল। তারপরই ভেলকি দেখানো শুরু করেন সাক্সেনা। যার জেরে  কেরল এই ম্যাচে বিহারকে ১১৮ রানে হারিয়ে দেয়।

আরও পড়ুন- শচীনকে সেরা সম্মান বিসিসিআইয়ের! লাইফটাইম পুরস্কারে ভূষিত মাস্টার ব্লাস্টার

এই মরশুমের শুরুতে, সাক্সেনা রঞ্জি ট্রফিতে ৬,০০০ রান এবং ৪০০ উইকেটের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। তিনিই ভারতের জাতীয় দলে না থাকা একমাত্র অলরাউন্ডার, যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন। ২০০৫ সালে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সাক্সেনার কেরিয়ার শুরু হয়েছিল। ২০১৬-১৭ মরশুমে কেরলে চলে যাওয়ার আগে সাক্সেনা মধ্যপ্রদেশ দলের হয়ে মোট ১৫৯ উইকেট এবং ৪,০৪১ রান করেছিলেন। ডানহাতি এই অফ-স্পিনার শুরু থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে কেরলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তাঁর আগে কেবল ছিলেন কেএন অনন্তপদ্মনাভন। কেএনের প্রাপ্ত উইকেটের সংখ্যা ৩১০।

cricket kerala Ranji Trophy Cricket News Jalaj Saxena
Advertisment