Advertisment

বাদ পড়ছেন নারিন-কার্তিক, নজরে ঋদ্ধিমান! একনজরে দেখুন নাইটদের নিলাম-প্ল্যানিং

টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্বে বদল এবারের কেকেআর আইপিএল-অভিযানের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। নতুন মরশুমে নাইট ম্যানেজমেন্ট নিলামে দল ঢেলে সাজাতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নতুন দলের সংযোজন হতে চলেছে আইপিএলে। আর তা হলেই ফের মেগা নিলাম। বোর্ডের সূত্রই জানিয়ে দিয়েছে, দিওয়ালি পরেই সরকারিভাবে সবকিছু ঘোষণা করা হবে। এমন অবস্থায় নতুন করে দল গোছানোর পালা সব ফ্র্যাঞ্চাইজির-ই। নির্ধারিত এপ্রিল-মে মাসের উইন্ডো-তে আইপিএল আয়োজিত হলে সময় একদমই কম। তাই আইপিএল শেষ হতেই নতুন মরসুমের ভাবনা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে।

Advertisment

ভালোয়- মন্দয় মিশিয়ে কেকেআরের এবারের আইপিএল কাটল। একসময় প্রথম চারে থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ সময়ে কিছু ম্যাচ হেরে বসায় প্লে অফে ওঠার স্বপ্নপূরণ হল না নাইটদের। শেষ পর্যন্ত পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট অভিযান শেষ করতে হল তাদের।

আরো পড়ুন: বিমানবন্দরে অপেক্ষা দু-ঘন্টার! ক্ষোভ উগরে দিলেন কেকেআর মালকিন জুহি

টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্বে বদল এবারের কেকেআর আইপিএল-অভিযানের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। নতুন মরশুমে নাইট ম্যানেজমেন্ট নিলামে দল ঢেলে সাজাতে পারে। তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাক, নিলামের জন্য কেকেআরের পরিকল্পনায় কী থাকতে চলেছে।

যাদের ছেড়ে দেওয়া হতে পারে:

দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, ক্রিস গ্রিন, টম ব্যান্টন, সুনীল নারিন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন (নিলাম থেকে ফিরিয়ে আনা হতে পারে দাম কমিয়ে)।

যে তারকাদের রিটেন করা হতে পারে:
যদি নিয়ম মত পাঁচজন ক্রিকেটারকে রিটেন করতে হয়, নাইট ম্যানেজমেন্টের কাছে সেই তালিকা তৈরি- ইয়ন মর্গ্যান, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শুভমান গিল, বরুণ চক্রবর্তী।

যে তিন ক্রিকেটারকে কেকেআর নিলামে কিনতে চাইবে:
রাহুল তেওটিয়া, পার্থিব প্যাটেল, ঋদ্ধিমান সাহা, এনরিখ নর্তজে এবং রবি বিশ্নোই।

অধিনায়ক মর্গ্যানের ভবিষ্যৎ:
দলের ধারাবাহিকতা যখন প্রকট, তখনই টুর্নামেন্টের মাঝে দীনেশ কার্তিককে সরিয়ে নেতৃত্বে আনা হয় ইয়ন মর্গ্যানকে। নেতা হওয়ার আগে থেকেই মর্গ্যান লোয়ার অর্ডারে ব্যাটিং করছিলেন। নেতা হওয়ার পরেও নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করেননি।

তাই ব্যাট হাতে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি তিনি। যদি মর্গ্যানকে আরো এক মরশুমে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়ে পছন্দের দল সাজানোর স্বাধীনতা দেওয়া হয়, কেকেআরের পক্ষেই ভালো হবে। নাইট ম্যানেজমেন্টও মর্গ্যানকে অধিনায়ক ধরেই পরিকল্পনা শুরু করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL KKR
Advertisment