Advertisment

Shreyas Iyer Fined: কেকেআর হারের পরেই চরম দুঃসংবাদ! জয় শাহের বোর্ডের চরম শাস্তি ক্যাপ্টেন শ্রেয়সকে

KKR Captain Shreyas Iyer Fined: শেষ ছয় ওভারে জয়ের জন্য রাজস্থানের ৯৬ রানের দরকার ছিল। বাটলার সব সামলে নিয়েছেন। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বাটলার ইনজুরির জন্য রাজস্থানের হয়ে আগের ম্যাচটা খেলতে পারেননি। মঙ্গলবার তিনি সেই না-থাকা তাঁর দলকে পুষিয়ে দিয়েছেন। ১০৭ রানের ইনিংসে ছিল নয়টি চার ও ছয়টি ছক্কা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sreyas Iyer, Jay Shah

Sreyas Iyer-Jay Shah: কম ওভাররেটের জন্য শেষ ওভারেও কেকেআরকে ভুগতে হয়েছে। (ছবি- টুইটার)

KKR Slow Over Rate Fined: কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রাজস্থান রয়্যালসের ম্যাচে আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে শ্রেয়স আইয়ারকে শাস্তি দিল বিসিসিআই। ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আইপিএলবিধি না মানায় শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে স্লো ওভার রেটের জন্য শ্রেয়স দোষী সাব্যস্ত হয়েছেন। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড নাইট অধিনায়ককে ওই টাকা জরিমানা করেছে।

Advertisment

KKR captain Shreyas Iyer Rs 12 lakh Fine: বুধবার এই ব্যাপারে বিসিসিআই বলেছে, 'কলকাতা নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে জরিমানা করা হয়েছে। কারণ, তাঁর দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর ম্যাচে ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলায় ওভাররেট স্লো রেখেছে। আইপিএলের ন্যূনতম ওভাররেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে চলতি সিজনে এটি কেকেআরের প্রথম অপরাধ। তাই, আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।'

কম ওভাররেটের জন্য শেষ ওভারে ডিপে কেকেআরের ফিল্ডারের সংখ্যা কম ছিল। ম্যাচে নাইটদের তার খেসারতও দিতে হয়েছে। জোস বাটলারের রান তুলতে সুবিধা হয়েছে। তিনি রাজস্থানকে জিতিয়ে নিয়েছেন। বাটলার ৬০ বলে অপরাজিত ১০৭ রান করেন। ধীরগতিতে শুরু করলেও বাটলারের অনন্য প্রয়াস এবং দুর্দান্ত সেঞ্চুরি রাজস্থানকে ম্যাচ জিতে নিতে সাহায্য করেছে। আর, তারইসঙ্গে বাটলারের সেঞ্চুরির তলায় চাপা পড়ে গিয়েছে নারিনের অসাধারণ শতরান।

শেষ ছয় ওভারে জয়ের জন্য রাজস্থানের ৯৬ রানের দরকার ছিল। বাটলার সব সামলে নিয়েছেন। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বাটলার ইনজুরির জন্য রাজস্থানের হয়ে আগের ম্যাচটা খেলতে পারেননি। মঙ্গলবার তিনি সেই না-থাকা তাঁর দলকে পুষিয়ে দিয়েছেন। ১০৭ রানের ইনিংসে ছিল নয়টি চার ও ছয়টি ছক্কা।

আরও পড়ুন- নাইটদের হারে বিধ্বস্ত গম্ভীর, প্রিয় গৌতিকে সামলালেন শাহরুখ, দেখুন ভিডিও

আইয়ার মেনে নিয়েছেন যে, এই তেতো বড়িটা তিনি গিলে ফেলতে বাধ্য হয়েছেন। কেকেআর ক্যাপ্টেন প্রতিক্রিয়ায় বলেছেন, 'আমরা এই অবস্থার মধ্যে পড়ব, ভাবিনি। আমাদের বোলিং যথেষ্ট ভালো হয়েছে। যা ভুল করেছি, পরের ম্যাচে শুধরে নিতে চেষ্টা চালাব।' ব্রডকাস্টারের প্রতিনিধির সঙ্গে ম্যাচ শেষে যখন তিনি এই সব কথা বলছেন, তখনও অবশ্য আইয়ার জানেন না বিসিসিআইয়ের জরিমানার কথা। আইয়ারের ব্যক্তিগতভাবে অবশ্য কোনও দোষ নেই। কিন্তু, মাঠে অধিনায়কই যেহেতু শেষ কথা, সেই কারণেই তাঁকে জরিমানা করা হয়েছে। যা স্রেফ আনুষ্ঠানিক। কারণ, এই আর্থিক জরিমানা কার্যত কেকেআরকেই করা হয়েছে।

Shreyas Iyer IPL KKR IPL 2024
Advertisment