Advertisment

এখনও সৌরভের কথা মনে রেখেছেন কেকেআর কোচ! জানিয়ে দিলেন সেকথা

দুবারের আইপিএল জয়ী কেকেআর তৃতীয়বার কাপ দখলের লড়াইয়ে নামছে এবার। শেষবার কেকেআর ট্রফি জেতে ২০১৪ সালে। পাঁচ বছর ব্যর্থ তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তোমার দুনিয়াটাই বদলে গেল। ঠিক এভাবেই ম্যাককালামের ইনিংসকে স্বাগত জানিয়েছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের শুরুর ম্যাচ। মুখোমুখি কেকেআর বনাম তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন ম্যাককালাম। ৭৩ বলে কিউয়ি তারকার ১৫৮ রানের মারকাটারি ইনিংস স্তব্ধ করে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে।

Advertisment

সেই ম্যাককালামই এখন কেকেআরের কোচের ভূমিকায়। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই ম্যাচের পর সৌরভ তাঁকে কী বলেছিলেন। কেকেআর ওয়েবসাইটকে কিউয়ি কোচ বললেন, "সেই সময় একদমই আনকোরা একজন ছোকরা ছিলাম। শাহরুখ খানের মত মেগাস্টারের সান্নিধ্যে আসতে পারে একটু সঙ্কুচিতই ছিলাম। দলের মালিককে বাদ দিলেও আমার চারপাশে তখন সুপারস্টার ক্রিকেটারদের ছড়াছড়ি। সেই ম্যাচের পর অসংখ্য প্রতিক্রিয়া পেয়েছিলাম। সব মনেও নেই। তবে সেই রাতে সৌরভ কী বলেছিলেন, তা এখনও মনে রয়েছে।"

আরও পড়ুন আইপিএলের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিলেন ধোনি, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার

কী বলেছিলেন সৌরভ? ম্যাককালাম জানালেন, "সৌরভ বললেন, তোমার জীবনটাই পুরোপুরি বদলে গেল। সেই সময় বুঝতে পারিনি ও কী বলেছিল, তবে আমি ওঁর সঙ্গে ১০০ শতাংশ সহমত হই।" শুধু সৌরভ নন, নাইট বস শাহরুখ খানও ম্যাককালামে মুগ্ধ হন। "শাহরুখ খান পরে আমাকে বলেন, তুমি সবসময় নাইট সংসারে থাকবে।" বলেছিলেন কিং খান।

ম্যাককালাম নিজেই জানিয়েছেন তিনি কেকেআর সংসারের অবিচ্ছেদ্য অংশ। কেকেআর ওয়েবসাইটে তাঁর বক্তব্য, "আমি কেকেআরে খেলেছি। আবার আমাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তবে সবসময়ই আমাদের সম্পর্ক দারুণ ছিল। এই ফ্র্যাঞ্চাইজি আমাকে যেভাবে সুযোগ দিয়েছে সেই কারণে সবসময় আমি কৃতজ্ঞ থাকবো। আবার যখন আমাকে হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হল, আমি ভাবলাম, শাহরুখ আগেই আমাকে বলেছিল, তুমি সবসময় কেকেআরেরই থাকবে। এটা হয়ত নতুন সুযোগ।"

এরপর কেকেআর টিম ম্যানেজমেন্ট কেও প্রশংসায় ভরিয়ে দেন নিউজিল্যান্ডের সুপারস্টার। টানা দুবারের আইপিএল জয়ী কেকেআর তৃতীয়বার কাপ দখলের লড়াইয়ে নামছে এবার। শেষবার কেকেআর ট্রফি জেতে ২০১৪ সালে। পাঁচ বছর পর কি ফের একবার নাইটদের ট্রফি জেতাতে পারবেন কোচ ম্যাককালাম, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly KKR
Advertisment