Bewafa Sonam: ‘বেওফা সোনম’ ট্রেন্ড! KKR ভক্তদের মজাদার ট্রোলিং, RCB-তে যোগ দেওয়া ফিল সল্ট জমালেন লড়াই

KKR fans hilariously troll Phil Salt with ‘Bewafa Sonam’ banter as the former Knight gears up to play for RCB in IPL 2025: KKR-এর প্রাক্তন তারকা ফিল সল্ট এখন RCB-এর খেলোয়াড়! আর এই নিয়ে KKR ভক্তদের ‘বেওফা সোনম’ ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

KKR fans hilariously troll Phil Salt with ‘Bewafa Sonam’ banter as the former Knight gears up to play for RCB in IPL 2025: KKR-এর প্রাক্তন তারকা ফিল সল্ট এখন RCB-এর খেলোয়াড়! আর এই নিয়ে KKR ভক্তদের ‘বেওফা সোনম’ ট্রোলিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Eden Garden: ইডেন গার্ডেন

Eden Garden: ইডেন গার্ডেন। (ছবি- আইপিএল)

Phil Salt Joins RCB, KKR Fans Start ‘Bewafa Sonam’ Banter: আইপিএল ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে KKR ও RCB ভক্তদের মজাদার খুনসুটি। KKR-এর প্রাক্তন তারকা ফিল সল্ট এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জার্সিতে, আর সেটাই মানতে পারছেন না নাইট রাইডার্সের সমর্থকরা! সোশ্যাল মিডিয়ায় KKR ভক্তরা লিখছেন ‘বেওফা সোনম’ – যেখানে ‘Sonam’ আসলে ‘Sanam’ শব্দের বিকৃত রূপ।

Advertisment

কীভাবে শুরু হলো এই ট্রোলিং?

KKR-এর প্র্যাকটিস থেকে ছোড়া একটি বল সরাসরি গিয়ে পড়ে RCB-এর অনুশীলন ক্যাম্পে। সেখানে ছিলেন ফিল সল্ট। তিনি ব্যাট দিয়ে বলটি ফেরত পাঠান, আর সেটাই হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিনোদনের কেন্দ্রবিন্দু। একজন KKR ভক্ত পোস্ট করেন, 'হে ফিল, ওদিকটা কেমন লাগছে?' তারপর থেকেই KKR ভক্তরা টুইটার, ইনস্টাগ্রামে ‘বেওফা সোনম’ বলে ট্রোল করা শুরু করেন সল্টকে। মজার বিষয় হল, এই ট্রোলের মধ্যে কোথাও কোনও খারাপ শব্দ ব্যবহার হয়নি। যা হয়েছে শুধুই রসিকতা আর ক্রিকেটীয় মজা।

KKR বনাম RCB: পুরনো প্রতিদ্বন্দ্বিতা নতুন রঙে

Advertisment
  • KKR ভক্তের জিজ্ঞাসা: RCB-র ট্রফিগুলো কোথায়? 
  • RCB ভক্ত জবাব: KKR ভক্তরা শুধু ইডেন গার্ডেনস পর্যন্তই সীমাবদ্ধ! 
  • KKR ভক্তের পালটা রসিকতা: RCB-র ট্রফিগুলোও শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ! 

KKR-এর প্রাক্তন তারকা এখন RCB-তে!

ফিল সল্ট গত মরশুমে KKR-এর শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু ২০২৫ মরশুমে তিনি আর নাইট রাইডার্সে নেই। সল্ট এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন তারকা ব্যাটসম্যান।

আরও পড়ুন- আইপিএল মহারণ! KKR ও RCB-এর হয়ে কারা মাতাবে ইডেন, দেখুন সম্ভাব্য একাদশ, ম্যাচ বিশ্লেষণ!

RCB বনাম KKR: ১৮ বছরের পুরনো প্রতিদ্বন্দ্বিতা!

আইপিএলের () প্রথম ম্যাচেই ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স RCB-কে পরাজিত করেছিল। ব্রেন্ডন ম্যাককালামের ঐতিহাসিক ১৫৮ রানের ইনিংসের সুবাদে ওই জয় পেয়েছিল কেকেআর! বর্তমানে KKR বনাম RCB ম্যাচ মানেই ট্রফিহীন RCB বনাম তিনবারের চ্যাম্পিয়ন KKR-এর টক্কর।

একনজরে দুই দলের স্কোয়াড

কেকেআর- অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ শিশোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন।

আরসিবি- রজত পতিদার, ক্রুনাল পাণ্ডিয়া, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিলিপ সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, মনোজ ভাণ্ডগে, টিম ডেভিড, স্বস্তিক চিকারা, মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, জেকব বেটেল, স্বপ্নীল সিং, জীতেশ শর্মা, নুয়াল তুষারা, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, রসিক দার সালাম, সুয়শ শর্মা, অভিনন্দন সিং।

IPL KKR fans RCB Phil Salt