KKR IPL 2025 Schedule: আইপিএল ২০২৫-এ কেকেআরের সময় এবং সূচি, সম্পূর্ণ ম্যাচ তালিকা, তারিখ ও ভেন্যু একঝলকে দেখে নিন
Kolkata Knight Riders’ Complete Fixture List for IPL 2025: কেকেআর আইপিএল ২০২৫ পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়েছে। জেনে নিন কেকেআরের ম্যাচ তালিকা, তারিখ, সময় ও ভেন্যু। কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর বিশ্লেষণ ও বিস্তারিত তথ্য দেখুন।
Kolkata Knight Riders’ Complete Fixture List for IPL 2025: কেকেআর আইপিএল ২০২৫ পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়েছে। জেনে নিন কেকেআরের ম্যাচ তালিকা, তারিখ, সময় ও ভেন্যু। কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর বিশ্লেষণ ও বিস্তারিত তথ্য দেখুন।
KKR IPL 2025 Schedule Details: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল, ২০২৫ সাল)-এর আসরে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের ম্যাচের সূচি ঘোষণা করেছে। কেকেআর (Kolkata Knight Riders, KKR) তাদের প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ২২ মার্চ, ২০২৫ তারিখে খেলবে।
Advertisment
কেকেআরের পূর্ণাঙ্গ ম্যাচসূচি (আইপিএল ২০২৫):
তারিখ
দিন
প্রতিপক্ষ
ভেন্যু
সময়
২২ মার্চ
শনিবার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ইডেন গার্ডেন্স, কলকাতা
সন্ধ্যা ৭:৩০
২৬ মার্চ
বুধবার
রাজস্থান রয়্যালস
বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গৌহাটি
সন্ধ্যা ৭:৩০
৩১ মার্চ
সোমবার
মুম্বাই ইন্ডিয়ান্স
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সন্ধ্যা ৭:৩০
৩ এপ্রিল
বৃহস্পতিবার
সানরাইজার্স হায়দ্রাবাদ
ইডেন গার্ডেন্স, কলকাতা
সন্ধ্যা ৭:৩০
৬ এপ্রিল
রবিবার
লখনউ সুপার জায়ান্টস
ইডেন গার্ডেন্স, কলকাতা
দুপুর ৩:৩০
১১ এপ্রিল
শুক্রবার
চেন্নাই সুপার কিংস
এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সন্ধ্যা ৭:৩০
১৫ এপ্রিল
মঙ্গলবার
পাঞ্জাব কিংস
এমওএইচ স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়
সন্ধ্যা ৭:৩০
২১ এপ্রিল
সোমবার
গুজরাট টাইটান্স
ইডেন গার্ডেন্স, কলকাতা
সন্ধ্যা ৭:৩০
২৬ এপ্রিল
শনিবার
পাঞ্জাব কিংস
ইডেন গার্ডেন্স, কলকাতা
সন্ধ্যা ৭:৩০
২৯ এপ্রিল
মঙ্গলবার
দিল্লি ক্যাপিটালস
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
সন্ধ্যা ৭:৩০
৪ মে
রবিবার
রাজস্থান রয়্যালস
ইডেন গার্ডেন্স, কলকাতা
দুপুর ৩:৩০
৭ মে
বুধবার
চেন্নাই সুপার কিংস
ইডেন গার্ডেন্স, কলকাতা
সন্ধ্যা ৭:৩০
১০ মে
শনিবার
সানরাইজার্স হায়দ্রাবাদ
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ
সন্ধ্যা ৭:৩০
১৭ মে
শনিবার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সন্ধ্যা ৭:30
শনিবার, ২২ মার্চের উদ্বোধনী ম্যাচটি ইডেন গার্ডেন্সে হবে। কেকেআর এবং আরসিবির মধ্যে এই ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল। এছাড়া, ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ২০২৫-এর ২৫ মে আইপিএল ফাইনালও আয়োজিত হবে। প্রথা মেনে প্রতিবারই আইপিএল (Indian Premier League (IPL) গতবারের চ্যাম্পিয়ন দলের ম্যাচ দিয়েই শুরু হয়, এবারও তাই হচ্ছে।
এর আগে ২০০৮ সালেও এই দুই দলের ম্যাচ দিয়েই বেঙ্গালুরুতে আইপিএলের সূচনা হয়েছিল। এবার ২২ মার্চ ইডেনে উদ্বোধনী ম্যাচে বিশেষ চমকের ব্যবস্থা থাকছে। স্টেডিয়ামে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা তুলে দেওয়া হবে।
আইপিএলের (Cricket, Cricket News) উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেই চশমা আর রিস্ট ব্যান্ড, মিউজিকের তালে তালে জ্বলবে। এমন ধরনের ব্যাপার সাধারণত আমেরিকা বা ইওরোপের ব্যান্ড শিল্পীদের অনুষ্ঠানে দেখা যায়। এবার সেই ব্যবস্থা থাকছে ইডেনেও। আর, ওই সময় ইডেনের ফ্লাডলাইন বন্ধ থাকবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।