হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯ বছরের পেসার আলি খানকে সই করাল কেকেআর। কাঁধে অস্ত্রোপচার হচ্ছে ইংলিশ পেসারের। সেই কারণেই ইংল্যান্ডের ভিটালিটি ব্লাস্ট এবং আইপিএল দুই টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছেন হ্যারি গার্নি। তারই পরিবর্ত হিসাবে আইপিএলে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার আসতে চলেছেন।
আইপিএলে আসার আগে নাইটদেরই অন্য ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন তিনি। সিএসকের ব্রাভো এবং আলি খানকে সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে একসঙ্গে। সেখানে ক্যাপশনে ব্রাভো লিখেছেন, "পরের গন্তব্য দুবাই।"
আরও পড়ুন আইপিএলের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিলেন ধোনি, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার
সদ্য শেষ হওয়া সিপিএলে নাইটদের জার্সিতে আট ম্যাচে আট উইকেট দখল করেছেন। ইকোনমি রেট ৭.৪৩। চলতি সিপিএলের অন্যতম সেরা বোলার তিনি। গত তিন বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে টি২০ লিগে ডাক পাচ্ছেন তিনি।
নিয়মিত ১৪০ কিমি গতিতে বোলিং করতে পারেন আলি খান। ডেথ ওভারে বিষাক্ত ইয়র্কার দেওয়াতেও জুড়ি নেই তাঁর। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ওডিআই স্টেটাসই প্রশ্নের মুখে পড়েছিল। নামিবিয়ার কাছে হারলেই বিদায় নিতে হত। সেই ম্যাচে ৪৯তম ওভারে একাই তিন উইকেট নিয়ে নামিবিয়াকে ধসিয়ে দেন। ২০১৮ সালে ওডিআইতে যুক্তরাষ্ট্রের প্রথম জয়ের ম্যাচেও সেরা হয়েছিলেন তিনি।
২০১৮ সালে গ্লোবাল টি২০ কানাডায় গিয়ে ব্রাভোর নজরে পড়ে যান আলি খান। তারপরেই নিজের দলে ব্রাভো নেন আলিকে। প্রথম মরসুমেই ১২ ম্যাচে ১৬ উইকেট দখল করেন তিনি। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছেন তিনি।
আলি খান ছাড়াও কেকেআরের বাকি বিদেশিরা হলেন টম বান্টন, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ক্রিস গ্রীন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন। এদের মধ্যে মর্গ্যান, রাসেল, নারিন, কামিন্স কেকেআরের প্রথম একাদশে অটোমেটিক চয়েস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন