বিরাট কোহলি কিছুদিন আগেই পিতৃত্বের স্বাদ পেয়েছেন। এবার বাবা হলেন কেকেআরের তারকা স্পিনার সুনীল নারিনও। নিজের সন্তানের ছবি নারিন শেয়ার করেন ইনস্টাগ্রাম হ্যান্ডলে। গত ডিসেম্বরেই নারিন এবং স্ত্রী অ্যাঞ্জেলিনা জানিয়ে দিয়েছিলেন তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে।
নারিন সোমবার নিজের সদ্যজাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আমাদের হৃদয় তুমি ভরিয়ে দিলে। আমরা জানতাম সেটা। ঈশ্বরের করুণা এবং মায়া একরত্তির মুখে আমরা দেখেছি। তোমাকে নিঃশর্তভাবে আমরা ভালোবাসি- বাবা ও মা।"
ত্রিনিদাদ ও টোবাগো সন্তান জন্মের আগেই লিঙ্গ জানিয়ে দেওয়ার প্রথা রয়েছে। সেই অনুষ্ঠানেই তারকা ক্রিকেটার ডিসেম্বরে জানিয়ে দিয়েছিলেন, তিনি পুত্র সন্তানের পিতা হতে চলেছেন। প্রসঙ্গত, গত অক্টোবরে নারিন জানান, স্ত্রীর সন্তান সম্ভবা হওয়ার বিষয়টি।
আরো পড়ুন: পেনাল্টি পেতে ধর্ষণ করতে হবে ফুটবলারদের! বিস্ফোরক মন্তব্যে আইএসএলে ধুন্ধুমার
সেই সময় কেকেআরের ইনস্টাগ্রাম পেজেও নারিনকে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লেখা হয়, “কেকেআর পরিবারে জুনিয়র নারিনকে স্বাগত। নারিন-এঞ্জেলিয়ার সংসারে শীঘ্রই পুত্র সন্তান আসতে চলেছে। তোমাদের শুভেচ্ছা।”
নারিন বর্তমানে আবু ধাবি টি১০ লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে খেলছেন। জানুয়ারির ২৮ তারিখেই টুর্নামেন্টে প্রথম খেলেন তিনি। আইপিএলের পর সেটাই ছিল নারিনের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রথম ম্যাচ। আইপিএল এবার সংযুক্ত আরব আমিরশাহিতেই হয়েছিল।
টি২০র অন্যতম সেরা স্পিনার হলেও, কয়েকমাস আগে শেষ হওয়া আইপিএলে নারিন একদমই নজর কাড়তে পারেননি। কেকেআরের জার্সিতে খেলে নারিন ১০ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি। করেছেন মাত্র ১২১ রান। কেকেআর টুর্নামেন্টে ভালো শুরু করেও প্লে অফে উঠতে ব্যর্থ হয়।
যাইহোক, আইপিএলে কেকেআর দলে নারিন অপরিহার্য তারকা ক্রিকেটার। ২০১২ সাল থেকে ক্যারিবিয়ান তারকা স্পিনার টানা খেলে চলেছেন নাইটদের জার্সিতে। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শুধু কেকেআরেই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নারিন খেলেন কেকেআরের সহযোগী ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে। সিপিএল চারবার খেতাব জিতেছে নারিনের ত্রিনবাগো নাইট রাইডার্স।
আইপিএলে কেকেআরের জার্সিতে নারিন এখনো পর্যন্ত ১২০ ম্যাচ খেলেছেন। ১২৭ উইকেট দখল করার পাশাপাশি ৮৯২ রানও করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন