আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট- ভেঙ্কটেশ আইয়ারকে থামানোই যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগের টি২০ সিরিজে। এবার ব্যাট হাতে নিজের দুরন্ত ফর্মের সাক্ষী থাকল বিজয় হাজারে ট্রফিতে। চন্ডীগড় বোলারদের পিটিয়ে ছাতু করলেন কেকেআর তারকা।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার ১১৩ বলে একাই ১৫১ হাঁকিয়ে গেলেন। ১৩৩.৬৩ স্ট্রাইক রেটে আইয়ারের ইনিংস সাজানো ৮ বাউন্ডারি, ১০ ওভার বাউন্ডারিতে। আইয়ারের ব্যাটে ভর করে মধ্যপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩৩১/৯ তুলল। শেষ পর্যন্ত কেকেআর তারকাকে আউট করেন সন্দীপ শর্মা।
আরও পড়ুন: কোহলিকে ছাড়াই ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেন রোহিত! সমালোচকদের মনে করিয়ে বার্তা সৌরভের
ব্যাট হাতে তো বটেই শতরানের উদযাপনেও লাইমলাইট কেড়ে নিলেন ভেঙ্কটেশ আইয়ার। রবিবারই ৭১ বছরে পা দিলেন রজনীকান্ত। আর দক্ষিণী সুপারস্টারের জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়ে থালাইভা-র ভঙ্গিতে সেলিব্রেশন করলেন আইয়ার। সেই সেলিব্রেশনের ভিডিও আবার শেয়ার করা হল বিসিসিআই এবং কেকেআরের টুইটার হ্যান্ডল থেকেও।
সবমিলিয়ে চলতি বিজয় হাজারে ট্রফিতে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন ২৬ বছরের তারকা। এর আগে কেরালার বিরুদ্ধে ৮৪ বলে ১১২ করেছিলেন। উত্তরাখণ্ডের বিপক্ষেও ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন। ৪৯ বলে করেন ৭১। চার ইনিংসে।বিজয় হাজারেতে আইয়ার ইতিমধ্যেই ৩৪৮ রান করে ফেলেছেন।
আইয়ার ছাড়াও যুবরাজ চৌধুরীর হাতে রান আউট হওয়ার আগে মধ্যপ্রদেশ ক্যাপ্টেন আদিত্য শ্রীবাস্তব ৮০ বলে ৭০ হাঁকিয়ে যান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন