/indian-express-bangla/media/media_files/2025/05/08/7WQ0bRBfCYPMi9TEr2gG.jpg)
কুর্নিশ জানান হল ভারতীয় সেনাবাহিনীকে
Operation Sindoor: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) বদলা ইঞ্চিতে-ইঞ্চিতে নিল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে (৭ মে) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে 'অপারেশন সিন্দুর' চালানো হয়ে। এই অভিযানে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর হাতে নিকেশ হয় শতাধিক জঙ্গি। গোটা দেশ আপাতত ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বিত।
ইতিমধ্যে বুধবার সন্ধ্যাবেলা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট (Kolkata Knight Riders) রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন কেকেআর সমর্থকরা 'অপারেশন সিন্দুর'-কে কুর্নিশ জানায়। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানায় শহর কলকাতা। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
KKR vs CSK Highlights, IPL Match Today: ধোনির ব্যাটে 'কাম-তামাম', আইপিএল থেকে বিদায় কলকাতার?
ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়েছে BCCI-ও
কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম সিএসকে ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামে উপস্থিত প্রত্যেকেই ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানায়। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতে গলা মেলান দুই দেশের ভারতীয় ক্রিকেটাররা। এছাড়া খেলা চলাকালীনও স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা ভারতীয় সেনাবাহিনীর এই বীরত্বকে উদযাপন করেন।
ঘরের মাঠে হার কলকাতার
বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এই ম্য়াচটি শেষ ওভার পর্যন্ত চলে। কলকাতা টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। ইডেন গার্ডেন্সে সিএসকে-র সামনে কেকেআর জয়ের জন্য ১৮০ রানের টার্গেট দিয়েছিল। তবে এই ম্য়াচে চেন্নাইয়ের জয় একেবারে সহজ ছিল না। কারণ পাওয়ারপ্লে চলাকালীন সিএসকে-র অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন।
এরপর মৃতপ্রায় চেন্নাই সুপার কিংসের দায়িত্ব গ্রহণ করেন দিবল্ড ব্রেভিস এবং শিবং দুবে। ২৫ বলে ৫২ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেন দিবল্ড ব্রেভিস। অন্যদিকে, শিবম দুবে ৪০ বলে গুরুত্বপূর্ণ ৪৫ রান করেন। ব্রেভিস আউট হওয়ার পর ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। তবে চেন্নাইয়ের জয়সূচক বাউন্ডারিটা অংশুল কম্বোজের ব্যাট থেকেই বেরিয়ে আসে।