When, Where to Watch KKR vs KXIP Live Match Online: আজ ইডেন গার্ডেন্সে 'বীরজারা'। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বনাম প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে কেকেআর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সিটি অফ জয়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
অন্যদিকে রাজস্থান রয়্যালসকে ১৪ রানে হারিয়েই এই টুর্নামেন্টের অভিযান শুরু করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে আজ ক্রিকেটের নন্দনকাননে দীনেশ কার্তিক বনাম রবিচন্দ্রন অশ্বিনের লড়াই জমে যাবে বলেই আশা করা যায়।
KXIP vs KKR 2019 Live Match Online Streaming
আরও পড়ুন: বারবার চারবার আলো নিভল ইডেনে, আর কত লজ্জা বাকি?
এই প্রতিবেদনে রইল কোথায়, কখন এবং কীভাবে দেখবেন, এই খেলা তার বিস্তারিত বিবরণ। প্রতিটি বলের আপডেট এবং লাইভ ধারাভাষ্যের জন্য আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার খেলার লাইভেই চোখ রাখতে পারেন। এছাড়াও দেখার আরও অনান্য উপায়ও থাকছে আপনার কাছে। টিভি সেটের সামনে না-থাকলেও সমস্যা হবে না কোনও।
কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ কবে?
বুধবার, ২৭ মার্চ অনুষ্ঠিত হবে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ।
কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ কোথায় খেলা হবে?
কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ।
কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ কখন শুরু?
কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। টস ঠিক তার আধ ঘণ্টা আগে।
কোন টিভি চ্যানেলে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ দেখা যাবে?
Star Sports 1, Star Sports 2, Star Sports 3, এবং Star Sports 1 টেলিভিশন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।
অনলাইনে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে https://bengali.indianexpress.com/sports/-এ। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হটস্টার, এয়ারটেল টিভি অ্যাপ ও জিও টিভি অ্যাপে সরাসরি লাইভ দেখতে পাবেন এই খেলা।