Rain in KKR vs PBKS Match: ঝমঝমিয়ে নামল বৃষ্টি, চাপ বাড়ছে কলকাতার! কী বলছে অঙ্কের হিসেব?

KKR vs PBKS rain delay: ইডেন গার্ডেন্সে চলছে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্য়াচ। আপাতত বৃষ্টির কারণে এই ম্য়াচ স্থগিত রয়েছে। কলকাতার উপর চাপ বাড়ছে।

KKR vs PBKS rain delay: ইডেন গার্ডেন্সে চলছে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্য়াচ। আপাতত বৃষ্টির কারণে এই ম্য়াচ স্থগিত রয়েছে। কলকাতার উপর চাপ বাড়ছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Rain in Eden Gardens

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে

KKR vs PBKS Rain Delay: বৃষ্টির কারণে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। সময় যত এগোচ্ছে, ততই দুশ্চিন্তা বাড়ছে কেকেআর সমর্থকদের। এই ম্য়াচ থেকে অন্তত ২ পয়েন্ট তাদের সংগ্রহ করতেই হবে। নাহলে প্লে-অফে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে। কিন্তু, কতক্ষণে থামবে এই বৃষ্টি (Rain in Kolkata)? আপাতত তেমন কোনও চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। টেলিভিশন ধারাভাষ্যকাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যদি আগামী ১ ঘণ্টার মধ্যে বৃষ্টি না থামে তাহলে ওভার কমতে শুরু করবে।

IPL 2025: চাপ বাড়ছে কলকাতার উপর

Advertisment

এই পরিস্থিতিতে একাধিক অঙ্কের হিসেব শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যাতে ৫ ওভারও খেলতে পারে, তেমন চেষ্টা করানো হবে। আর সেই পাঁচ ওভারে কেকেআর ব্রিগেডকে ৬১ রান করতে হবে। ইতিমধ্য়ে এক ওভারে কলকাতা বিনা উইকেটে ৭ রান করে ফেলেছে। এই পরিস্থিতিতে আগামী ৪ ওভারে তাদের ৫৪ রান করতে হবে। টার্গেট যে কলকাতার পক্ষে খুব একটা সুবিধেজনক হবে না, তা বলা যেতেই পারে।

আরও পড়ুন -

KKR vs PBKS Live Cricket Score, IPL Match Today: শুরু হল ঝড়-বৃষ্টি, আপাতত বন্ধ খেলা

Advertisment

এই ম্য়াচের প্রথম ১০ ওভারে যদি পঞ্জাব কিংস রাজত্ব করে, তাহলে পরের ১০ ওভারে নিজেদের কর্তৃত্ব দেখাল কলকাতা নাইট রাইডার্স। দলের বোলাররাই KKR ব্রিগেডকে এই ম্য়াচে ফিরিয়েছে। নাহলে পঞ্জাব যেভাবে শুরু করেছিল, তাতে ২০১ রানের মধ্যে আটকে রাখা কখনই সম্ভব ছিল না। 

আরও পড়ুন -

Umran Malik KKR 2025: বল তো ছিল না যেন আগুনের গোলা, ফ্যানদের মুখে হাসি ফুটিয়ে IPL-এ কামব্যাক স্পিডস্টারের

আপাতত এই ম্য়াচে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিয়েছেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য। মাত্র ৭২ বলে ১২০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে। ১৫ ওভারে যখন প্রভসিমরন সিং ফিরছেন তখন পঞ্জাব ২ উইকেটে ১৬০ রান করে ফেলেছে। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন যে শেষপর্যন্ত হয়ত শ্রেয়স আইয়াররা ২২০ কিংবা ২৩০ রানে শেষ করবে। কিন্তু, কেকেআর প্রথম ইনিংসের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে। আবারও ব্যর্থ হলেন ম্য়াক্সওয়েল। একই পথের পথিক জেনসেনও। এবার কলকাতা এই উইকেটে কেমন ব্যাট করে, সেটাই আপাতত দেখার।

Kolkata Knight Riders Rain in Kolkata IPL 2025