Advertisment

কোহলিদের 'দুশমন'কে উপহার! ভিডিও ফাঁস কেকেআরের

প্যাট কামিন্সের জন্যই এবার উপহার পাঠিয়ে দিল কেকেআর। নিলামে সবথেকে বেশি অর্থ খরচ করে প্যাট কামিন্সকে কিনেছিল কেকেআর। ১৫.৫ কোটি টাকায় কামিন্সকে নিয়ে নিলামে উত্তাপ ছড়িয়েছিল শাহরুখের দল।

author-image
IE Bangla Web Desk
New Update
KKR Virat Kohli

কোহলিদের শত্রু নাইট রাইডার্স তারকা প্যাট কামিন্স (আইপিএল ওয়েবসাইট ও টুইটার)

ভারতে এসেই নজর কেড়েছেন বিশ্বের সেরা বোলার। একদিনের সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিপর্যস্ত করে ছেড়েছেন তিনি। ভারতের সর্বোচ্চ স্কোরার শিখর ধাওয়ানকে আউট করার পাশাপাশি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ঋষভ পন্থকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ৪৪ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

Advertisment

সেই প্যাট কামিন্সের জন্যই এবার উপহার পাঠিয়ে দিল কেকেআর। নিলামে সবথেকে বেশি অর্থ খরচ করে প্যাট কামিন্সকে কিনেছিল কেকেআর। ১৫.৫ কোটি টাকায় কামিন্সকে নিয়ে নিলামে উত্তাপ ছড়িয়েছিল শাহরুখের দল।

আরও পড়ুন ৮৭ বছরের সুপার-ফ্যান প্রয়াত! ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া

ভারতে নিজেদের স্কোয়াডের সবথেকে দামি ক্রিকেটার পা রাখতেই এবার তাই নাইটদের তরফ থেকে পৌঁছে গেল উপহার। কেকেআরের জার্সি পাঠিয়ে দেওয়া হল কামিন্সকে। তবে পুরোপুরি ফ্র্য়াঞ্চাইজির তরফে না হলেও, প্রিয় সমর্থকের হাত ধরে পৌঁছে গেল গিফট! যে জার্সির পিছনে লেখা তারকা ক্রিকেটারের নাম। এর আগে ২০১৪-১৫ সালেও কেকেআরের জার্সিতে খেলেছিলেন। তবে এবার সব অর্থেই স্পেশ্যাল।

কেকেআরের তরফে কামিন্সের একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "ভারতে ফিরে এসেছি। একজন সমর্থকের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার ২০১৫ সালের কেকেআরের জার্সি তুলে দিল।" পাশাপাশি তিনি আরও বলেন, "এটা আমাকে অনেক স্মৃতি মনে পড়িয়ে দিয়েছে। ইডেন গার্ডেন্সে খেলার অনেক অতীত মনে পড়ছে। বালক হিসেবে আমার স্মৃতি হল, অনেক ক্রিকেট খেলা হচ্ছে, আর ১ লাখের বেশি ক্রিকেটন্মোত্ত ভারতীয় দর্শক খেলা দেখছে।"

আরও পড়ুন কাকপক্ষীতেও টের পায়নি! চরম গোপনীয়তায় ভরা ধোনির বিয়ে কেমন ছিল

পুরনো স্মৃতি মনে পড়তেই নস্ট্যালজিক কামিন্স আরও জানিয়েছেন, "২০১৪, ২০১৫ সালে ওখানে খেলেছি। এর মধ্যে ২০১৪ সালে তো আমরা ট্রফিই জিতেছিলাম। একটা অনুষ্ঠানে গিয়ে দেখি স্টেডিয়াম পুরো ভর্তি শুধু আমাদের ঘরে স্বাগত জানানোর জন্য়। ওখানে থাকা দারুণভাবে এনজয় করেছিলাম। আশা করি, আসন্ন মরশুমেও অনেক স্মৃতি জড়ো করতে পারব।"

কেকেআরকে তৃতীয় ট্রফি দেওয়া প্রতিশ্রুতি জানিয়ে কামিন্সের ফিনিশিং টাচ, "জার্সির লোগোর দিকে তাকিয়ে দেখছিলাম। ওখানে দুটো স্টার রয়েছে- যার অর্থ আমরা দু-বার কাপ জিতেছি। আশা করি, এই মরশুমে আরও একটা স্টার যোগ করতে পারব আমরা।" ২০১৪ সালেই শেষবার আইপিএল জেতে কেকেআর। দু-বারই নাইটদের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর।

আপাতত আইপিএল নয়, অস্ট্রেলিয়ার জার্সিতে ভারত-বধের স্বপ্ন দেখছেন তারকা স্পিডস্টার। ভারতের 'দুশমন'কেই উপহার পাঠালেন কেকেআর সমর্থক।

KKR IPL
Advertisment