Advertisment

Gambhir vs Manoj: গম্ভীরকে বিঁধে চরম বিপাকে! কেকেআরের প্রাক্তনী ও বর্তমান খেলোয়াড়ের তোপের মুখে মনোজ

Harshit Rana and Nitish Rana have criticised Manoj Tiwary: ইনস্টাগ্রাম প্রোফাইলে হর্ষিত রানা তিওয়ারির মন্তব্যকে 'ব্যক্তিগত নিরাপত্তাহীনতার' ফল বলে দাবি করেছেন। আর, ব্যক্তি গম্ভীরের অত্যন্ত প্রশংসা করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, KKR, আইপিএল, কেকেআর

KKR: কেকেআরের ট্রফি জয়ের পিছনে প্রধান কৃতিত্ব দেওয়া হয়েছে গম্ভীরকে। (ফাইল ছবি)

Harshit Rana and Nitish Rana have criticised Manoj Tiwary: টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের তীব্র সমালোচনার পরই পালটা তির ধেয়ে এল মনোজ তিওয়ারির দিকে। কেকেআরের হর্ষিত রানা ও ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন ব্যাটসম্যান নীতীশ রানা গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন। তাঁদের অভিযোগ, 'ব্যক্তিগত নিরাপত্তাহীনতার' কারণেই গম্ভীরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মনোজ তিওয়ারি। পাশাপাশি, দুই ক্রিকেটারের দাবি, 'যাঁরা ভালো পারফরম্যান্সে করেন, তাঁদের জনসংযোগের প্রয়োজন হয় না।'

Advertisment

এই প্রসঙ্গে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে এক আবেগঘন বিবৃতিতে, হর্ষিত রানা তিওয়ারির মন্তব্যকে 'ব্যক্তিগত নিরাপত্তাহীনতার' ফল বলে দাবি করেছেন। আর, ব্যক্তি গম্ভীরের অত্যন্ত প্রশংসা করেছেন। দাবি করেছেন যে গম্ভীর নিজের চেয়ে অন্যদের অগ্রাধিকার দেন। হর্ষিত লিখেছেন, 'ব্যক্তিগত নিরাপত্তাহীনতার অভাবে কারও সমালোচনা করাটা ঠিক না। গৌতি ভাইয়া (ভাই) এমন একজন, যিনি নিজের চেয়ে অন্যদের জন্য বেশি ভাবেন। খেলোয়াড়রা যখন খারাপ অবস্থায় থাকে তখন তিনি সর্বদা তাঁদের সমর্থন করেন এবং যখন পরিস্থিতি খেলোয়াড়দের পক্ষে যায় তখন তাঁদের লাইমলাইটে রাখেন। তিনি একাধিকবার এরকম করে দেখিয়েছেন। খেলা কীভাবে নিজেদের পক্ষে ঘুরিয়ে নিতে হয়, সে ব্যাপারে তাঁর অঢেল জ্ঞান রয়েছে।'

নীতীশ রানাও একইরকম কথা বলেছেন। তিনি জোর দিয়ে জানিয়েছেন যে সমালোচনা হওয়া উচিত তথ্যের ওপর ভিত্তি করে, ব্যক্তিগত নিরাপত্তাহীনতার কারণে নয়। নীতীশ বলেছেন,  'গৌতি ভাইয়া আমার দেখা সবচেয়ে নিঃস্বার্থ খেলোয়াড়দের একজন। তিনি অন্যদের মত না। দুর্দশার সময়ে দায়িত্ব পালন করেন। পারফরম্যান্সের কোনও জনসংযোগের প্রয়োজন হয় না। ট্রফিগুলোই কথা বলে।' নীতীশ, কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের ভূমিকাই প্রধান বলে দাবি করেছেন।

Advertisment

এর আগে গম্ভীরের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁকে 'ভণ্ড' বলে কটাক্ষ করেছেন। গম্ভীর 'কথা রাখেন না' বলেও অভিযোগ করেছেন মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, 'বোলিং কোচের কী লাভ? কোচ যাই বলুক না কেন, তিনি একমত হবেন। লখনউ সুপার জায়ান্টস থেকে এসেছেন মর্নে মরকেল। অভিষেক নায়ার গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। ভারতীয় দলের প্রধান কোচ জানেন যে তিনি তাঁর নির্দেশের বিরুদ্ধে যাবেন না।' তিওয়ারি ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন যে, কোচিং স্টাফদের ওপর গম্ভীরের প্রভাবের জন্যই কোচিং স্টাফরা নিজস্ব মতামত প্রকাশ করতে পারছেন না।

বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ১-৩ ব্যবধানে পরাজয়ের পরই গম্ভীরকে নিশানা করেছেন মনোজ তিওয়ারি। এই পরাজয়ের জেরে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি। অস্ট্রেলিয়ায় ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকে হেড কোচ গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও দলের নেতৃত্বের তীব্র সমালোচনা হচ্ছে। তিওয়ারি এই প্রসঙ্গে গম্ভীর ও রোহিতের মধ্যে ঐক্যের অভাবের ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন যে সফরকালে দু'জনের মধ্যে স্পষ্ট মতবিরোধ ছিল। যা ড্রেসিংরুম থেকে ফাঁস হয়ে যাওয়ার কারণে আরও তীব্রতর হয়েছে।

আরও পড়ুন- আইপিএলের চেয়ে বিপিএল অনেক শক্ত, টাইগারদের লিগকে বিরাট প্রশংসা আরসিবি প্রাক্তনীর

তিওয়ারি কলকাতা নাইট রাইডার্সের আইপিএল সাফল্যে গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। মনোজ বলেছেন যে গম্ভীর কেকেআরের শিরোপার জন্য 'সমস্ত কৃতিত্ব নিয়েছিলেন। যদি গম্ভীর একা কেকেআরকে শিরোপা এনে দেননি। আমরা সকলেই একটি ইউনিট হিসেবে পারফর্ম করেছি। জ্যাক ক্যালিস, সুনীল নারাইন ও আমি, সকলেই অবদান রেখেছি। কিন্তু, কৃতিত্ব কে নিল? ওঁর এমন একটি পরিবেশ এবং জনসংযোগ আছে যে, সব কৃতিত্ব ওই পায়।'

cricket Manoj Tiwary Cricket News Manoj Tiwari Kolkata Knight Riders Gautam Gambhir KKR Harshit Rana
Advertisment