Advertisment

Former RCB player Parvez Rasool: আইপিএলের চেয়ে বিপিএল অনেক শক্ত, টাইগারদের লিগকে বিরাট প্রশংসা আরসিবি প্রাক্তনীর

Parvez Rasool claimed that Dhaka league tougher than IPL: ঢাকা লিগে খেলোয়াড়দের ওপর চাপ অনেক বেশি। কারণ, সেখানে খেলোয়াড়দের সঙ্গে দুটো ম্যাচের চুক্তি হয়। তারপর আবার দুটো ম্যাচ করে চুক্তি বাড়ানো হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB in IPL

RCB: আরসিবির পাশাপাশি অন্যান্য দলেও খেলেছেন রসুল। (ফাইল ছবি)

Former RCB player on BPL: ঢাকা লিগকে তিনি আইপিএলের চেয়েও বেশি শক্ত টুর্নামেন্ট বলে মনে করেন। এমনটাই দাবি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাক্তন খেলোয়াড় পারভেজ রসুল। তিনি দুই টুর্নামেন্টেই খেলেছেন। তারপরই তাঁর এমন অভিজ্ঞতা হয়েছে বলেই রসুল জানিয়েছেন। রসুল জম্মু-কাশ্মীরের স্পিনার কাম অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদ, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মত দলের হয়ে তিনি আইপিএল খেলেছেন। শেষ আইপিএল খেলেছিলেন ২০১৬ সালে আরসিবির হয়ে। এরপর আইপিএলে বিক্রি না হওয়ায় রসুল ঢাকা লিগ খেলতে চলে যান। 

Advertisment

সেই রসুল বলেছেন, 'আমি বাংলাদেশে ঢাকা লিগে ৫ বছর খেলেছি। আমি মনে করি আইপিএলের চেয়ে ঢাকা লিগ বেশি কঠিন। আমি আইপিএল আর ঢাকা লিগ, দুই জায়গাতেই খেলেছি। আইপিএলে চুক্তি থাকে। বাছাইয়ের পর খেল ছাই না খেল চুক্তিটা থাকে। কাউকে খেলানো হবে কি না, দলের ওপর নির্ভর করে। সুযোগ দেওয়া হয়। ভালো খেলতে না পারলে বসিয়ে রাখা হয়। কিন্তু, খেলোয়াড় দলের সঙ্গেই থাকে। কিন্তু, ঢাকা লিগে খেলোয়াড়দের ওপর চাপ অনেক বেশি। কারণ, সেখানে খেলোয়াড়দের সঙ্গে দুটো ম্যাচের চুক্তি হয়। তারপর আবার দুটো ম্যাচ করে চুক্তি বাড়ানো হয়।'

রসুল জানিয়েছেন, ঢাকা লিগে পারফরম্যান্সটাই শেষ কথা। দুটো ম্যাচে ভালো খেলতে না পারলে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, 'দুটো ম্যাচে সুযোগ দেওয়া হয়। খেলতে না পারলে হাতে ফিরে যাওয়ার টিকিট ধরিয়ে দেওয়া হয়। আমি কারও নাম বলব না। তবে, অনেক নামী খেলোয়াড়কেই দুটো ম্যাচের পর হাতে রিটার্ন টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে।'

Advertisment

আরও পড়ুন- 'মানুষ কোহলির স্ত্রীকে নিয়েও টানাটানি করছে,' বিরাট-রোহিতের পাশে দাঁড়িয়ে তোপ সিধুর

ভারতের হয়ে টি২০ এবং একদিনের ম্যাচেও খেলেছেন রসুল। একদিনের ম্যাচে দেশের হয়ে তাঁর অভিষেক হয়েছিল ২০১৪ সালের ১৫ জুন। সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে খেলেছিলেন জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার। তিন বছর পর তাঁর টি২০ ক্রিকেটে অভিষেক হয়। সেটা ঘরের মাঠে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। অভিষেকে একদিনের ম্যাচে রসুল ২টি উইকেট নিয়েছিলেন। আর, টি২০ ম্যাচে নিয়েছিলেন ১টি উইকেট। মজার ব্যাপার হল, এরপরও রসুল ভারতের হয়ে আর টি২০ এবং একদিনের ম্যাচ খেলার সুযোগ পাননি। তিনি শেষবার পেশাদার ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের ২৩ ডিসেম্বর। বাদুরেলিয়া স্পোর্টস ক্লাবের হয়ে শ্রীলঙ্কায় সেই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

cricket IPL Bangladesh Premier League (BPL) Cricket News Royal Challengers Bangalore RCB Dhaka Royal Challengers Bengaluru Indian Cricket Team
Advertisment