Advertisment

কেকেআরের জোড়া আইপিএল চ্যাম্পিয়ন কোচ ইংল্যান্ড ছাড়লেন, নিলেন নতুন দলের দায়িত্ব

ট্রেভর বেইলিসের বর্তমান দল সিডনি থান্ডার ২০১৬ সালে শেষবার বিগব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর টানা তিনবার বিগব্যাশের ফাইনালে উঠতে পারেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআরের জার্সিতে আইপিএল চ্যাম্পিয়ন কোচের খেতাব জুটেছিল। একবার নয়, দু-বার। বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথমবার চ্যাম্পিয়ন করার কৃতিত্বও তাঁর। সেই ট্রেভর বেইলিসই এবার ইংল্যান্ডের জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন। নিজের দেশ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে কোচিং করাতে দেখা যাবে তাঁকে।

Advertisment

কোচ হচ্ছেন সিডনি থান্ডার দলের। ৫৮ বছর বয়সী অজি কোচের বায়োডেটা সবথেকে ঝকঝকে। আইপিএল, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিগ ব্যাশ লিগও জিতেছেন এর আগে। একদশক আগে বিগ ব্যাশ শুরুর মরশুমেই সিডনি সিক্সার্সকে জেতান তিনি। ২০০৪ থেকে ২০০৭-এর মধ্যে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলশ দলের কোচ হিসেবে শেফিল্ড শিল্ড এবং একদিনের খেতাব জেতেন তিনি।

আরো পড়ুন: সৌরভের ২৫ বছরের লর্ডস-কীর্তি ভেঙে চুরমার! অভিষেকেই মহানজির কনওয়ের ব্যাটে

ট্রেভর বেইলিসের বর্তমান দল সিডনি থান্ডার ২০১৬ সালে শেষবার বিগব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর টানা তিনবার বিগব্যাশের ফাইনালে উঠতে পারেনি। গত মরশুমে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল থান্ডারকে।

থান্ডার দলে শ্যেন বন্ডের স্থলভিষিক্ত হচ্ছেন তিনি। গত এপ্রিলেই যিনি পারিবারিক কারণে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ফিরতে পেরে বেইলিস জানিয়েছেন, "ঘরে ফিরতে পেরে এবং নিউ সাউথ ওয়েলশে কোচিংয়ের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। গত কয়েক মরশুম ধরেই থান্ডার দারুণ পারফর্ম করে চলেছে। আশা করি এবারের গ্রীষ্মে আমরা আরো দু-এক ধাপ এগোতে পারব।"

বর্তমানে হায়দরাবাদ দলেরও কোচ তিনি। এদিকে, বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগ্রাডস দলের কোচের দায়িত্বে এলেন ডেভিড সাকের। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাকেরের। তাঁকে নিয়ে আসা হল মাইকেল ক্লিনগারের জায়গায়। যার কোচিংয়ে মেলবোর্ন গত দুই মরশুমে শেষ স্থানে ফিনিশ করেছে। মাইকেল ক্লিনগার নিউ সাউথ ওয়েলশ ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia KKR England
Advertisment