Rinku Singh New Tattoo Recreate 5 Sixes Memory: টিম ইন্ডিয়ার ব্যাটার রিংকু সিং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আসন্ন টি২০ সিরিজের আগে হাতে একটি নতুন ট্যাটু করালেন। ট্যাটু বাম হাতে করিয়েছেন রিংকু। ভারতীয় অলরাউন্ডারের দাবি, তাঁর এই ট্যাটু নাকি 'ঈশ্বরের পরিকল্পনা'। ২০২৪-এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪) কেকেআর জেতার পর এমনই ট্যাটু করিয়েছিলেন রিংকু।
এই 'ঈশ্বরের পরিকল্পনা' শব্দগুলো ব্যবহার করা রিংকুর একটা অভ্যেস। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে হারিয়ে প্লে অফ পর্বে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আরসিবির প্লে অফ পর্বে ওঠায় বিরাট অবদান ছিল পেসার যশ দয়ালের। সেই সময়ও যশ দয়াল সম্পর্কে রিংকু 'ঈশ্বরের পরিকল্পনা' শব্দগুলো ব্যবহার করেছিলেন।
এনিয়ে অবশ্য রিংকুকে কম কটাক্ষ শুনতে হয়নি। দক্ষিণের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব 'ঈশ্বরের পরিকল্পনা' শব্দগুলো ব্যবহার করেই রিংকুকে কটাক্ষ করেছিলেন। ইনস্টাগ্রামে রিংকুর ট্যাটুর ছবিও দিয়েছিলেন সূর্যকুমার। সেই ট্যাটুর ছবি দিয়েই 'ঈশ্বরের পরিকল্পনা' শব্দগুলো লিখেছিলেন। এই যশ দয়ালকেই আইপিএল ম্যাচের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরেছিলেন কেকেআরের রিংকু। সেই সময় যশ দয়াল খেলতেন গুজরাট টাইটানসে। ওই পাঁচ ছক্কা খাওয়ার পর যশ দয়ালের কেরিয়ার পর্যন্ত ডুবতে বসেছিল বলে জল্পনা ছড়ায়।
রিংকু শেষবার টি২০ খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে, বিশেষ কিছুই করতে পারেননি। আলিগড়ের ছেলেটি এখনও পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। রান ৪১৩, গড় ৫৯.৭১। এবার বাংলাদেশের বিরুদ্ধে তাঁর টি২০ সিরিজে খেলার কথা। তার আগে অবশ্য ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের একটা ম্যাচ এখনও বাকি। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট হবে কানপুরে। প্রথম টেস্ট হয়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই ম্যাচ টিম ইন্ডিয়া ২৮০ রানে জিতেছে।
আরও পড়ুন- কানপুর টেস্টের আগেই টিম ইন্ডিয়া ছাড়ছেন সুপারস্টার! জোর ঝটকায় ঘরোয়া ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত
প্রথম টেস্ট জেতার দিনই রবিবার, স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দ্বিতীয় টেস্ট-এ প্রথম টেস্ট-জয়ী স্কোয়াডই রাখা হয়েছে। কানপুরের যে গ্রিন পার্কে ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা, তার পরিসংখ্যান কিন্তু, ভারতের পক্ষে। সেই মাঠে ভারতের হারের রেকর্ড নেই বললেই চলে। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। ম্যাচগুলো ৬ অক্টোবর, ৯ অক্টোবর, ১২ অক্টোবর হওয়ার কথা। সেখানেই প্রথম একাদশে থাকলে কিছু করে দেখানোর সুযোগ পাবেন রিংকু।