KL Rahul: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বেশ কয়েকজন ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (India vs England) দুর্দান্ত ব্যাটিং করছেন। সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুল। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে রাহুল ব্যাট হাতে যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। ওল্ড ট্রাফোর্ডে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচের (IND vs ENG 4th Test Match) দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করার পাশাপাশি রাহুল একটি বড়সড় রেকর্ড কায়েম করলেন। কেন তাঁকে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ব্যাটার বলা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন।
এক অনন্য রেকর্ড কায়েম করলেন রাহুল
ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটার কেএল রাহুল আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। টেস্ট ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ৩,৭৪৪ রান করেছেন। অন্য়দিকে, ওয়ানডে ক্রিকেটে করেছেন ৩,০৪৩ রান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রাহুল ২,২৬৫ রান করেছেন। এই মুহূর্তে রাহুল যে মেজাজে ব্যাট করছেন, তাতে আগামী কয়েক বছরে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের নাম লেখাতে পারবেন। চলতি টেস্ট সিরিজে রাহুল ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। ম্য়ানচেস্টারে আয়োজিত টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ভারত শূন্য রানে জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে কেএল রাহুল এবং এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল অভাবনীয় একটি পার্টনারশিপ কায়েম করেন। তৃতীয় দিনের শেষে তিনি ৮৭ রানে ব্যাট করছেন। আর শুভমান গিল ব্যাট করছেন ৭৮ রানে।
IND vs ENG 4th Test Match: চতুর্থ টেস্টে চরম দুঃসংবাদ, তারকা পেসারের চোটে তছনছ ভারতের যাবতীয় স্বপ্ন
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কেএল রাহুলের ব্যাট কার্যত গর্জন করেছে। প্রথম ম্য়াচে শতরান করার পর দ্বিতীয় ম্য়াচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তৃতীয় ম্য়াচে আবারও রাহুলের ব্যাট থেকে একটি ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে আসে। এবার চতুর্থ ম্য়াচেও তিনি ৫০+ রান করেই ফেলেছেন। রাহুল ছাড়া টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও এই কৃতিত্ব অর্জন করেন। এই সিরিজের প্রত্যেকটা ম্য়াচেই পন্থ ৫০+ স্কোর করেছেন। চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়াকে যদি ইনিংস পরাজয় এড়াতে হয়, তাহলে রাহুলকে বড় রান করতেই হবে।