/indian-express-bangla/media/media_files/2025/07/26/jasprit-bumrah-2-2025-07-26-11-12-04.jpg)
ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন আচমকা চোট পেয়েছেন জসপ্রীত বুমরাহ
IND vs ENG 4th Test Match: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড (Old Trafford) স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে প্রথম তিন দিনের খেলা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আপাতত ইংল্যান্ড যে চালকের আসনে বসে রয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তৃতীয় দিন দুর্দান্ত ব্যাটিং করলেন জো রুট (Joe Root)। টেস্ট কেরিয়ারের ৩৮ তম শতরান হাঁকালেন তিনি। আর সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় রুট নিজের নাম লিখিয়ে ফেলেছেন।
Rishabh Pant Injury Update: বাহাদুরি না হয় ঠিক আছে, ঋষভের এই সিদ্ধান্ত কি ব্যাকফায়ার করতে পারে?
তৃতীয় দিন ভারতের বোলিং পারফরম্য়ান্স যথেষ্ট হতাশাজনক ছিল। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) আগুন পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তৃতীয় দিন মাত্র একটাই উইকেট শিকার করতে পেরেছেন। এটা কোথাও না কোথাও টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতীয় ক্রিকেট দলের প্রত্যাশা, বুমরাহ যতটা বেশি সম্ভব উইকেট শিকার করবেন। তবে আরও দুশ্চিন্তার বিষয়, তৃতীয় দিন খেলা চলাকালীন মারাত্মক চোট পেয়েছেন বুমরাহ। দিনের শেষে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল ব্যাপারটা জানিয়েছেন।
কীভাবে চোট পেলেন বুমরাহ?
চলতি ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট শিবির কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। একের পর এক ক্রিকেটার চোট পাচ্ছেন। আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডি এবং আর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটার ইতিমধ্যে চোটের কারণে ছিটকে গিয়েছেন। ঋষভ পন্থও চোটের কারণে পঞ্চম টেস্ট ম্য়াচ খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া আর কোনও চোটের আঘাত সহ্য করতে পারবে না। বিশেষ করে সেই ক্রিকেটারের নাম যদি হয় জসপ্রীত বুমরাহ। আসলে, ম্য়াচের তৃতীয় দিন জসপ্রীতকে খোঁড়াতে দেখা গিয়েছিল। অনেকটা সময় তিনি মাঠের বাইরেও ছিলেন। সেকারণে সমর্থকদের মনে দুশ্চিন্তার পারদ ক্রমশ চড়তে শুরু করেছিল। যদিও মাঠের মধ্যে বুমরাহ এই চোট পাননি।
দেখে নিন ভিডিও:
#ENGvsIND#JaspritBumrah 😭 pic.twitter.com/ljhGeIInox
— 𝐒𝐡𝐚𝐫𝐢𝐪𝐮𝐞 (@Jerseyno93) July 25, 2025
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি বলেন, বুমরাহ যখন ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে সিঁড়ি ধরে নিচে নামছিলেন, সেইসময় আচমকাই তাঁর পা পিছলে যায়। সেকারণেই তাঁর পা মুচকে যায়। ইতিমধ্যে বুমরাহকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। নতুন বলেও তিনি বোলিং করতে পারেননি। যদিও তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলেই জানানো হয়েছে।
ICC New Rule: ঋষভের চোট দেখে সুর নরম আইসিসির! বদলাতে পারে এই বিশেষ নিয়ম?
১৮৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড
ম্য়ানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত তারা ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান করেছে। দুর্দান্ত ব্যাটিং করলেন জো রুট। তাঁর ব্যাট থেকে ১৫০ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছে। আপাতত বেন স্টোকস ৭৭ এবং লিয়াম ডসন ২১ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে দুটো করে উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং অংশুল কম্বোজ একটি করে উইকেট শিকার করেছেন।