scorecardresearch

বিয়ে করার জন্য ছুটি চাইলেন কেএল রাহুল, সঙ্গেসঙ্গেই জবাব দিল BCCI

কেএল রাহুলকে কী জবাব দিল বিসিসিআই

বিয়ে করার জন্য ছুটি চাইলেন কেএল রাহুল, সঙ্গেসঙ্গেই জবাব দিল BCCI

কবে বিয়ে করছেন কেএল রাহুল-আথিয়া শেঠি? কার্যত জাতীয় জল্পনায় পরিণত হয়েছিল। সপ্তাহ দেড়েক আগেই বিয়ের ইঙ্গিত দিয়ে কেএল রাহুলের শ্বশুর সুনীল শেঠি জানিয়েছিলেন দ্রুতই সাতপাকে বাঁধা পড়বেন দুজনে। এবার কেএল রাহুলের বিয়ের দিনক্ষণ সামনে চলে এল।

জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, চলতি শীতেই দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেঠিকে বিয়ে করতে চলেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। জানা যাচ্ছে ২০২৩-এর জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধবেন ক্রিকেট-বলি দম্পতি। সরকারিভাবে এখনও দুই তারকা নিজেদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করেননি।

আরও পড়ুন: সৌরভের এই সতীর্থই ভারতের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে, বড় আপডেট এল সরাসরি

তবে নিউজ-১৮’এর প্রতিবেদন অনুযায়ী, ঘরের মাঠে জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না কেএল রাহুল। বোর্ডের কাছে ব্যক্তিগত কারণের জন্য ছুটি চেয়েছিলেন তারকা। বোর্ডের তরফে পত্রপাঠ তা মঞ্জুর করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সফরের সূচি এখনও নির্ধারিত হয়নি। কয়েক দিনের মধ্যেই বোর্ডের তরফে তা ঘোষণা করে দেওয়া হতে পারে। তবে সেই সিরিজে থাকছেন না কেএল রাহুল।

আরও পড়ুন: নিলামে টাকার ঝড় উঠবে স্টোকস, উইলিয়ামসন, রয়ের জন্য! IPL-এ কত কোটি বেস প্রাইস তারকাদের

গত তিন বছর ধরেই ডেটিং করছেন রাহুল-আথিয়া। কয়েক মাস আগেই নিজেদের সম্পর্কের কথা প্ৰথমবার স্বীকার করে নিয়েছিলেন ইন্সটা-পোস্টের মাধ্যমে। তবে বহুদিন ধরেই দুই তারকা সোশ্যাল মিডিয়া হোক বা জনসমক্ষে খুল্লামখুল্লা ধরা দিয়েছেন একত্রে।

পিঙ্কভিলা-র প্রতিবেদনে বলা হয়েছে, ফাইভ স্টার হোটেলে জাঁকজমকে বিয়েতে আপত্তি রয়েছে হবু বর-কনের। তার বদলে দুজনেই সুনীল শেঠীর নিজের খান্ডেলার বাসভবন ‘জাহান’-এ বিয়ে সারতে চান। অভিনেতার বাড়িতে নাকি কয়েকদিন আগেই বিখ্যাত এক ওয়েডিং প্ল্যানারকে দেখা গিয়েছে।

আরও পড়ুন: বাংলার অশোককে বড় দায়িত্ব দিল জয় শাহের BCCI! নতুন প্যানেল বাছবেন এঁরাই

সুনীল শেঠি জানিয়েছিলেন, দুজনের হাতের কাজ ফাঁকা হলেই বিয়ে সেরে ফেলবেন। যদিও বিয়ের জল্পনা উড়িয়ে সুনীল শেঠির পুত্র আহান দৈনিক ভাসকর-কে বলেন, “বিয়ের এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি। সবকিছুই গুজব। বিয়েই যখন হচ্ছে না, তখন কীসের ডেট? এখনও তো বাগদানই হয়নি। ওঁদেরও এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই। আগামী কয়েক মাসেও বিয়ের কোনও প্ল্যানিং নেই।”

বিশ্বকাপের পর কেএল রাহুলকে নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ সফরে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। ওয়ানডে এবং টেস্টের ভাইস ক্যাপ্টেনও তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kl rahul applies for leaves to marry long time girlfriend athiya shetty bcci approves