Advertisment

KL Rahul-England series: ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দিন, আগরকরকে কাতর আর্জি রাহুলের, তুমুল জলঘোলা

KL Rahul goes on a break for England series: সপ্তাহান্তে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল। রাহুল বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের ম্যাচেও বিশ্রাম চেয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul survives

KL Rahul: সফরে কেএল রাহুল। (ফাইল ছবি)

KL Rahul tells Agarkar not to pick him for England series: ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের হোম সিরিজ না খেললেও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান। এমনটাই দাবি করলেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। তিনি ইতিমধ্যেই প্রধান নির্বাচক অজিত আগরকরকে অনুরোধ করেছেন, যাতে তাঁকে ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলে বাছা না হয়। কলকাতায় ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ম্যাচ রয়েছে। হোম সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৫টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে। তার পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। 

Advertisment

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে দুর্দান্ত খেলেছেন কেএল রাহুল। একাধিকবার তিনি অর্ধশতকের বেশি রান করেছেন। কিন্তু, একদিনের ফরম্যাটে রাহুলকে তেমন গুরুত্ব দিতে নারাজ নির্বাচকরা। তাঁর বদলে নির্বাচকরা চাইছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন ইংল্যান্ড সিরিজে প্রথম একাদশে খেলুক। এই পরিস্থিতিতে রাহুল জানিয়েছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ ভারত দুবাইয়ে খেলবে। ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যান্য দেশের ম্যাচগুলো হবে পাকিস্তানে।  

বৃহস্পতিবার বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'ও ইংল্যান্ড সিরিজের জন্য বিরতি চেয়েছে। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়।' অস্ট্রেলিয়ায় ভারত ১০ ইনিংসে ২৭৬ রান করেছেন। গড়ে রান ছিল ৩০.৬৬। তিনিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। শুধু তাই নয়। তিনি ৬ নম্বর পজিশনে খেলতে অস্ট্রেলিয়াতেও গিয়েছিলেন। কিন্তু, সন্তানের জন্ম হওয়ায় ভারত অধিনায়ক রোহিত শর্মা সিরিজের প্রথম ম্যাচ, পার্থ টেস্ট খেলেননি। সেই জায়গায় রাহুলকে ওপেনারের পজিশনে খেলানো হয়। আর, সেই পজিশনে নেমে দুর্দান্ত খেলেন রাহুল। যার জেরে এডিলেড ওভাল ও ব্রিসবেনের গাব্বায় রোহিত ৬ নম্বর পজিশনে খেলতে বাধ্য হন। ওই দুই ম্যাচে বেশ ভালোই খেলেছেন রাহুল। 

কিন্তু, মেলবোর্ন টেস্টে রাহুলকে আবার ৬ নম্বর পজিশনে খেলতে বাধ্য করে টিম ম্যানেজমেন্ট। আর, রোহিত নিজে ওই টেস্টে ওপেনার হিসেবে খেলেন। কিন্তু, সেখানে রোহিত এবং রাহুল দু'জনেই ব্যর্থ হন। এরপর সিডনি টেস্টে রোহিত খারাপ ফর্মের জন্য খেলেননি। আর, রাহুলকে ওপেনিং পজিশনে ফেরানো হয়। কিন্তু, ফের ওপেনিং পজিশনে নেমে রাহুল কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত ভারত বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজ ১-৩ ব্যবধানে হেরে যায়।   

Advertisment

আরও পড়ুন- গম্ভীরকে বিঁধে চরম বিপাকে! কেকেআরের প্রাক্তনী ও বর্তমান খেলোয়াড়ের তোপের মুখে মনোজ

এই পরিস্থিতিতে পন্থ এবং স্যামসনও চাইছেন, রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক। কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক ব্যাটারের পজিশনে এখনও পর্যন্ত নির্বাচকরা ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনকেই এগিয়ে রেখেছেন। কারণ, পন্থ সিডনি টেস্টে একদিনের ফরম্যাটের মেজাজে ব্যাটিং করেছেন। আর, টি২০ ক্রিকেটে বিদেশ সফরে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেছেন। রাহুল এই অবস্থায় বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের ম্যাচে বিশ্রাম চেয়েছেন। সপ্তাহান্তে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত রাহুল সেখানে খেলেন কি না, দেখা যাক। কারণ, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জাতীয় দলের সব খেলোয়াড়কে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বলেছেন। এই পরিস্থিতিতে কর্ণাটকের রঞ্জি ট্রফি অভিযানে অংশ নিতে পারেন রাহুল। এমনটাই মনে করছেন নির্বাচকরা।  

cricket Rishabh Pant KL Rahul Cricket News England Champions Trophy Sanju Samson Ajit Agarkar
Advertisment