জসপ্রীত বুমরার পর বিরাট কোহলিকে বিঁধলেন আবদুল রাজ্জাক। বিশ্বের এক নম্বর বুমরাকে 'বাচ্চা বোলার' বলে বিতর্কে জড়ানোর পর এবার পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার টার্গেট করলেন বাইশ গজের এক নম্বর ব্য়াটসম্য়ান বিরাট কোহলিকে। রাজ্জাক সাফ বলছেন শচীন তেন্ডুলকরের সমমানের নন কোহলি।
ক্রিকেট পাকিস্তানকে রাজ্জাক বলেছেন, “ ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত যেসব বিশ্বমানের প্লেয়ারদের বিরুদ্ধে আমরা খেলেছি এখন সেরকম আর কাউকে দেখতে পাই না। টি-২০ ক্রিকেটটাকেই বদলে দিয়েছে। ব্য়াটিং-বোলিং এবং ফিল্ডিংয়ে কোনও গভীরতা নেই। বেসিক পর্যায়ের খেলা হচ্ছে।”
শচীনের সঙ্গে বিরাটের তুলনা টেনে রাজ্জাক বলছেন, “বিরাট কোহলির দিকে একবার তাকান। ও খুব ভাল প্লেয়ার। ধারাবাহিক ভাবে খেলছে। ও রান করতে থাকলে করতেই থাকে। কিন্তু আমি ওকে শচীনের সমমানের নয়। শচীন অন্য় মানের ক্রিকেটার ছিল।”
আরও পড়ুন-বুমরাকে শাসন করতাম: আবদুল রজ্জাক
সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের কাছে ২-০ টেস্ট সিরিজ হেরে এসেছে পাকিস্তান। মিসবা-উল-হকের বোলারদের নিয়ে একেবারেই সন্তুষ্ট নন রাজ্জাক। তিনি বলছেন নেট পারফরম্য়ান্সের ভিত্তিতে পাক বোলারদের নির্বাচন হয়েছিল অস্ট্রেলিয়া সফরের জন্য়। রাজ্জাক বলেছেন “অস্ট্রেলিয়া সফরে যে সব বোলারদের নিয়ে যাওয়া হয়েছিল তাঁরা নেটে সিনিয়র ব্য়াটসম্য়ানদের বিপাকে ফেলেছিল। নেটের পারফরম্য়ান্সের বিচারেই তারা সুযোগ পেল। আমি বুঝলাম না কীভাবে এটা নির্বাচনের মাপকাঠি হতে পারে! কেউ জানে না তারা ম্য়াচে কেমন খেলবে!”
দুই নয়া পাক বোলার নাসিম শাহ ও মুসা খান রীতিমতো লড়াই করেছেন অজি ব্য়াটসম্য়ানদের বিরুদ্ধে। রীতিমতো বেগ পেয়েছিলেন তাঁরা। রাজ্জাক বলছেন, “নাসিমরা নিঃসন্দেহে প্রতিভাবান। কিন্তু এখনই ওদের টেস্ট খেলানোর সময় আসেনি। ওদের আগে শিখিয়ে গ্রুম করা হোক।”