বিরাট কোহলি মাঠে নামলেই বাইশ গজ রেকর্ডের গন্ধ পায়। এটা নিত্য়নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজও তার ব্য়তিক্রম নয়। কোহলি ইতিমধ্য়েই ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মহেন্দ্র সিং ধোনিকে টপকে গিয়েছেন তিনি।
কোহলির সামনে এখন সুযোগ রয়েছে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এক আসনে বসার। শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১০০০ রান করার পথে তিনি। শচীন-শেহওয়াগ-দ্রাবিড় প্রত্য়েকেই প্রোটিয়াদের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ১০০০ রান করেছেন। শচীনদের এলিট ক্লাবে ঢুকতে কোহলির প্রয়োজন আর ২৪২ রান।
আরও পড়ুন: শরীর জুড়ে শুধুই বিরাট, সুপারফ্য়ানে মোহিত ভারত অধিনায়ক
আরও পড়ুন: স্বচ্ছ ভারত দিবস: গান্ধীর জন্মদিনে বিশেষ স্টিকার কোহলিদের জার্সিতে
অন্য়দিকে কোহলির সামনে শচীনের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর ২৮১ রান করলেই দ্রুততম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক আঙিনায় ২১০০০ রান স্পর্শ করবেন তিনি। শচীনের এই রান করতে ৪৭৩ ইনিংস লেগেছিল। ক্রিকেট ঈশ্বরের পরেই রয়েছেন কিংবদন্তি ক্য়ারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। ৪৮৫ ইনিংসে লারা ২১০০০ রান করেছিলেন।