প্রত্য়াশিত ভাবেই ভারত জামাইকা টেস্টেও জয় ছিনিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সাবিনা পার্কে ২৫৭ রানে জিতেই বিরাট কোহলির ভারত জেসন হোল্ডারের উইন্ডিজকে ২-০ হোয়াইটওয়াশ করল দু'ম্য়াচের টেস্ট সিরিজে।
2-0 ???????????????? #TeamIndia #WIvIND pic.twitter.com/4oys9ggcrk
— BCCI (@BCCI) September 2, 2019
এই জয়ের সুবাদেই কোহলি হয়ে গেলেন ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। ঘটনাচক্রে আজ থেকে আট বছর আগে এই মাঠেই কোহলির টেস্ট অভিষেক হয়েছিল। আর সেই মাঠেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে দেশের সফলতম অধিনায়কের মুকুট উঠল তাঁর মাথায়। পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে।
আরও পড়ুন: বুমরার মতো বোলার প্রজন্মে একটাই জন্মায়, বললেন যুবরাজ সিং
# বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত ২৮টি টেস্ট জিতল। ৪৮টি ম্য়াচে কোহলিকে ভারত অধিনায়ক হিসাবে পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। ধোনি ৬০টি টেস্ট ম্য়াচে ভারতকে ২৭টি টেস্ট জিতিয়েছিলেন। এরপরেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (৪৯ ম্য়াচে ২১টি জয়) ও মহম্মদ আজহারউদ্দিন (৪৭ ম্য়াচে ১৪টি জয়)
# ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সফরেই অপরাজেয় থাকল। (তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও দু'টি টেস্ট)। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে ভারত তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ জিতেছিল।
--># বিদেশের মাটিতে রানের নিরীখে ভারত সবচেয়ে বড় ব্য়বধানে টেস্ট জিতল। অ্যান্টিগা টেস্ট ভারত ৩১৮ রানে জিতেছিল। এর আগে ২০১৭ সালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানে জিতেছিল। ১৯৮৬ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের ২৭৯ রানে জয় এসেছিল। ২০১৫-তে আবর দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধেই ভারত ২৭৮ রানে জিতেছিল। ১৯৬৭/৬৮ সালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের ২৭২ রানে জয় এসেছিল। আবার জামাইকা টেস্টে ভারত ২৫৭ রানে জিতল।
আরও পড়ুন: শেষ ৬ ইনিংসে কত রান করেছেন মহম্মদ শামি? জানলে চমকে যাবেন
# হরভজন সিং, ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে জসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটে হ্য়াটট্রিকের স্বাদ পেলেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় বোলারদের মধ্য়ে বুমরার ২৭ রানে ৬ উইকেট নেওয়ার নজির তৃতীয় সেরা। সেরার পরিসংখ্য়ান রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ২০১৬ সালে ৮৬ রানে সাত উইকেট নেন তিনি।
# ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জামাইকা টেস্টের তৃতীয় দিনে ঋষভ পন্থ দ্রুততম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে ৫০টি আউট করার নজির গড়লেন। সাবিনা পার্কে পন্থ টপকে যান দেশের কিংবদন্তি উইকেটকিপার-ব্য়াটসম্য়ান এমএস ধোনিকে।