পুনেতে ৬০১/৫ রানে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করল। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ব্য়ক্তিগত ২৫৪ রানে। যে ফর্মে বিরাট গত শুক্রবার পুনেতে ব্য়াট করছিলেন, দেখে মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম ত্রি-শতরান শুধু সময়ের অপেক্ষা। অনেকেই ভেবেছিলেন যে, সম্ভবত ট্রিপল সেঞ্চুরি করেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করবেন। কিন্তু না। কোহলি ৪৬ রান আগেই ডিক্লেয়ার করে দিলেন।
বিরাটের ইনিংস ডিক্লেয়ারে নেটিজেনরা দু'ভাগে বিভক্ত। কেউ কেউ বলছেন কোহলি হচ্ছেন বাইশ গজের সেই ক্রিকেট পূজারী যিনি ব্য়ক্তিগত রেকর্ডের কথা ভাবেন না। নিঃস্বার্থ ভাবেই দেশের জন্য় নিজেকে উজাড় করে দেন। আবার কেউ কেউ আবার বলছেন কোহলি বিরল রেকর্ডের সুবর্ণ সুযোগ মাঠে রেখে আসলেন। যদিও বীরেন্দ্র শেহওয়াগ আর করুণ নায়ারের পর তৃতীয় ভারতীয় হিসাবে টেস্টে ট্রিপল সেঞ্চুরিকারী হিসাবে নাম না লেখানোর জন্য় হতাশ হয়েছেন বিরাটের ফ্য়ানেরা। এখানে সেরকমই কিছু টুইট প্রতিক্রিয়া তুলে দেওয়া হল।
আরও পড়ুন: বিরাটের ডাবল এবং উমেশের জোড়ায় হারের ভ্রুকুটি প্রোটিয়াজদের
Virat Kohli today declared the inns with his personal score at 254 not out on day-two. Selfless batsman and captain considering the subcontinent players' obsession with the milestones. #KingKohli
— Mazher Arshad (@MazherArshad) October 11, 2019
This is beyond words. Virat Kohli 254*, captain himself, declared the innings at 601/5 and didn't go for an easy looking maiden triple century. There are only 30 tripple centuries scored till date, and you didn't even tried for it.
Greatness at its peak@imVkohli— Srijan Singh (@srijanthinks) October 11, 2019
I know it sounds selfish for a captain, but my heart says Virat could have gone for a 300! He does deserve a 300 against his name #IndvsSA
— Vikrant Gupta (@vikrantgupta73) October 11, 2019
Kohli should have continued batting and look for that 300 runs, these chances come only a few times in a career.
— Johns (@CricCrazyJohns) October 11, 2019
আরও পড়ুন: সপ্তম ডাবল সেঞ্চুরি কোহলির, ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক, পুনেতে রেকর্ডের ছড়াছড়ি
Virat Kohli had a great chance of scoring his first triple hundred but declared for the team's cause.
Another batsman in another era created too much of drama because he couldn't get to score 200.
Class > Money#INDvsSA
— Sameer Allana (@HitmanCricket) October 11, 2019
Let's be honest, if this was Sachin he would've batted till Umesh Yadav came in for his 300. Kohli, my goat.
— #MakeRohitLoseWeight (@ffsvirat) October 11, 2019
Selfish Kohli made a double century and declared before Keshav Maharaj could make it.
— Bollywood Gandu (@BollywoodGandu) October 11, 2019
পুণে টেস্টে এখনই জয়ের গন্ধ পেয়ে গিয়েছে ভারত। তা-ও আবার দ্বিতীয় দিনেই। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং শেষবেলায় উমেশ যাদবের জোড়া উইকেটের দাপটে সিরিজ জয়ের মৌতাত টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। কোহলির দ্বিশতরানের পরে রবীন্দ্র জাদেজা শতরান হাতছাড়া করলেন মাত্র ৯ রানের জন্য। অজিঙ্ক রাহানেও ৫৯ করে যান। শেষদিকে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। প্রোটিয়াজরা এখনও পিছিয়ে ৫৬৫ রানের বিশাল ব্যবধানে। প্রথম ইনিংসে হাতে রয়েছে মাত্র ৭ উইকেট।