Shreyas Iyer: শ্রেয়সের বিরুদ্ধে 'বদলা' নিল KKR, খাতাই খুলতে পারলেন না পঞ্জাব অধিনায়ক

Shreyas Iyer Duck:মাত্র ২ বলেই শেষ হয়ে গেল শ্রেয়সের ইনিংস। আইপিএল ২০২৫ টুর্নামেন্টে এই প্রথমবার শ্রেয়স আইয়ার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন।

Shreyas Iyer Duck:মাত্র ২ বলেই শেষ হয়ে গেল শ্রেয়সের ইনিংস। আইপিএল ২০২৫ টুর্নামেন্টে এই প্রথমবার শ্রেয়স আইয়ার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harshit Rana and Shreyas Iyer

হর্ষিত রানা এবং শ্রেয়স আইয়ার

Shreyas Iyer Duck: পঞ্জাব কিংসের  (Punjab Kings) হোম গ্রাউন্ডে অধিনায়ক শ্রেয়স আইয়ার ব্যাট হাতে কার্যত মুখ থুবড়ে পড়লেন। গত মরশুমে তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেতাব জয় করেছিল। কিন্তু, মঙ্গলবার তিনি কেকেআর ব্রিগেডের বিরুদ্ধে ব্যাট হাতে একেবারে নজর কাড়তে পারলেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরশুমে যে হর্ষিত রানা (Harshit Rana) ট্রাম্প কার্ড ছিলেন শ্রেয়স আইয়ারের, সেই কেকেআর পেসারের বলেই প্যাভিলিয়নে ফিরতে হল পঞ্জাব অধিনায়ককে।

Advertisment

মাত্র ২ বলেই শেষ হয়ে গেল শ্রেয়সের ইনিংস। আইপিএল ২০২৫ টুর্নামেন্টে (IPL 2025) এই প্রথমবার শ্রেয়স আইয়ার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। টস জেতার পর তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, এই ম্য়াচে পঞ্জাবের ব্যাটিং কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ১৫ ওভারের মধ্যেই তারা ১১১ রানে অলআউট হয়ে যায়।

ফ্লপ হলেন শ্রেয়স আইয়ার

মুল্লানপুরে টসের জন্য কয়েনটা হাওয়ায় তুলেছিলেন শ্রেয়স আইয়ার। এরপর তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন। ৩.২ ওভারের মধ্যেই উঠে যায় ৩৯ রান। এরপর এক ওভারেই জোড়া উইকেট শিকার করেন হর্ষিত রানা। প্রথমে তিনি প্রিয়াংশের উইকেট শিকার করেন।  তারপর শ্রেয়স আইয়ারকে তিনি আউট করে দেন। হর্ষিতের বলে বড় শট হাঁকাতে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু, রমনদীপ সিংয়ের হাতে সহজ ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হয়। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান শ্রেয়স। আর ঘুরে দাঁড়াতে পারেনি পঞ্জাব শিবির। 

Advertisment

Shreyas on KKR: কেন কেকেআর ছাড়লেন? সত্যিটা ফাঁস করে দিলেন শ্রেয়স আইয়ার

একেবারে ল্যাজে-গোবরে পঞ্জাব কিংস

কলকাতাকে এই ম্য়াচটা জেতার জন্য ১১২ রান করতে হবে। পঞ্জাবের হয়ে সর্বাধিক ৩০ রান করলেন প্রভসিমরন সিং। কেকেআর ব্রিগেডের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন হর্ষিত রানা। এছাড়া সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দুটো করে উইকেট শিকার করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের সর্বনিম্ন স্কোরের রেকর্ড ছিল ১১৯ রানের। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।

Kolkata Knight Riders Punjab Kings Harshit Rana Shreyas Iyer IPL 2025