Shreyas breaks silence: তিনি কেকেআরের আইপিএল-জয়ী দলের অধিনায়ক। সেই তাঁকেই কি না, এবার আইপিএলে রাখল না কেকেআর। শ্রেয়স আইয়ার যার ফলে নিলামে উঠেছিলেন। গত বছরের শেষের দিকে, নভেম্বরে হওয়া সেই নিলামে শ্রেয়স ইতিমধ্যে পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন। কেন তিনি কেকেআর ছাড়লেন, তা নিয়ে কম জল্পনা ছড়ায়নি। এবার সেসব নিয়েই মুখ খুললেন শ্রেয়স। জানালেন, তাঁর কেকেআর ছাড়ার আসল কারণ।
শ্রেয়স জানিয়েছেন, 'যোগাযোগের অভাব'-এ তিনি কেকেআরে যোগ দিতে পারেননি। এমনিতে তাঁর সঙ্গে কেকেআরের কথোপকথন হয়েছিল। কিন্তু, সেটা আইপিএলের ঠিক পরপরই। কিন্তু, কেকেআর শেষ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগই রাখেনি। যার ফলে তাঁকে নিলামে উঠতে হয়েছে। কেকেআর শেষ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ না রাখায় হতাশা প্রকাশ করেছেন শ্রেয়স।
প্রথমে জানা গিয়েছিল যে, কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারকে ধরে রাখবে। কারণ, শ্রেয়সের নেতৃত্বেই কেকেআর ১০ বছর পর তাদের প্রথম আইপিএল জিতেছে। কিন্তু, ২০২১ সালে ইয়ন মরগ্যানের যা হাল হয়েছিল, শেষ পর্যন্ত দেখা গেল যে শ্রেয়সের ক্ষেত্রেও তাই হল। তবে, নভেম্বরের জেড্ডার নিলামে পঞ্জাব কিংস শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে। তারপরও তিনি কেকেআরে যে থাকতে চেয়েছিলেন, সেকথা বুঝিয়ে দিয়েছেন শ্রেয়স। আর, সেকথা মাথায় রেখেই কেকেআরের 'যোগাযোগের অভাব'-কে তাঁর দল ছাড়ার কারণ হিসেবে দায়ী করেছেন আইপিএল-জয়ী অধিনায়ক।
২০২১ সালে মরগানের নেতৃত্বে কেকেআর আইপিএল ফাইনালে উঠেছিল। তারপর নাইটরা পরপর দুটো মরশুমে সপ্তম স্থানে দৌড় শেষ করে। পিঠের চোটের জন্য ২০২৩ আইপিএল খেলতে পারেননি আইয়ার। পরের বছর আইপিএলে ফিরে ভারতীয় দলের ব্যাটার কেকেআরের নবনিযুক্ত মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে যৌথভাবে নাইটদের তৃতীয় শিরোপা এনে দেন।
'আইডিয়া এক্সচেঞ্জ'-এ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় আইয়ার দাবি করেন যে তিনি ভেবেছিলেন, কেকেআর তাঁকে রাখবে। কেকেআর তাঁর সঙ্গে এনিয়ে কথাও বলেছিল। তারপরও ধরে রাখার চেষ্টা না করায় তিনি 'বিভ্রান্ত' হয়ে পড়েন বলেই দাবি করেন আইয়ার। তিনি জানিয়েছেন, এরপরই কেকেআর ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এনিয়ে শ্রেয়স বলেন, 'চ্যাম্পিয়নশিপ জেতার সময় কেকেআরে আমি দুর্দান্ত সময় কাটিয়েছি। ফ্যান ফলোয়ার প্রচুর ছিল। স্টেডিয়ামে আলো থাকত। এমন স্টেডিয়ামে কাটানোটা আমার বেশ ভালো লাগত। আইপিএল চ্যাম্পিয়নশিপের পরেই কেকেআরের সঙ্গে আমার কথাও হয়েছিল। কিন্তু, এরপর কয়েক মাসে যা হয়েছে, তাতে আমি বিভ্রান্ত হয়ে যাই। যোগাযোগের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয় যে, আমি দল ছাড়তেই বাধ্য হই।'
কেকেআর শেষ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ না রাখায় হতাশা প্রকাশ করেন আইয়ার। তিনি বলেন, 'আমি সত্যিই হতাশ। কারণ, যখন যোগাযোগ করা হয় না এই হতাশা আসতে বাধ্য। ধরে রাখার এক সপ্তাহ আগে জানতে পারি যে আমাকে রাখা হচ্ছে না। স্পষ্টই বোঝা যাচ্ছে, যোগাযোগের অভাব ছিল। তাই আমাকে ফোন করতে হয়েছিল। কিন্তু, তারপরও আমাকে কোনও লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি।'
আরও পড়ুন- বিয়ে করলেন ডাবল অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী হিমানি টেনিস খেলোয়াড়
মুম্বই ব্যাটারের অবশ্য তাতে লাভই হয়েছে। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছেন। পঞ্জাব কিংস তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে। অবশ্য নিলামে কিছু পরেই তাঁকে ছাপিয়ে যান ঋষভ পন্থ। তিনি (ঋষভ পন্থ) লখনউ সুপার জায়েন্টসে ২৭ কোটি টাকায় যোগ দেন। এই ব্যাপারে শ্রেয়স বলেন, 'নিলামের সময়, আমরা হায়দরাবাদে ছিলাম। সেখান থেকেই নিলাম দেখলাম। ভাল টাকা পাওয়ার আশা ছিল। কিন্তু, কখনও ভাবিনি যে এত টাকা পাব। আমাকে নিয়ে দুটি দল টানাটানি করছিল। আমি এতে রোমাঞ্চিত। এই উত্তেজনায় আমি টিভির সামনে থেকে উঠে পড়ি। ওয়াশরুমে গিয়েছিলাম। কী ঘটেছে, পরে তা দেখলাম।'