জন্মদিনে সৌরভকে দারুণ 'উপহার' কলকাতা পুলিশের, আপ্লুত মহারাজও

সোমবারেই ৪৭তম জন্মদিনে পা রেখেছেন মহারাজ। ক্রিকেটার, প্রশাসক, ধারাভাষ্যকার সৌরভের নতুন কীর্তি দেখল জন্মদিনের সকাল। এদিন সকালেই ইনস্টাগ্রামেও পদার্পণ করেছেন তিনি।

সোমবারেই ৪৭তম জন্মদিনে পা রেখেছেন মহারাজ। ক্রিকেটার, প্রশাসক, ধারাভাষ্যকার সৌরভের নতুন কীর্তি দেখল জন্মদিনের সকাল। এদিন সকালেই ইনস্টাগ্রামেও পদার্পণ করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
sourav ganguly

সৌরভের জন্মদিনে ছড়া লিখল কলকাতা পুলিশ (ফেসবুক)

বিশ্বকাপে ভালমতোই রয়েছে কলকাতা পুলিশ। শ্রীলঙ্কাকে রেকর্ড সেঞ্চুরিতে বধ করা রোহিত শর্মাকে নিয়ে কবিগুরু-র পংক্তির সামান্য অদল বদল ঘটিয়ে সম্মান জানানো হয়েছিল কেপি-র তরফ থেকে। এবার কলকাতা পুলিশ সম্মানের বরণডালা নিয়ে হাজির স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে। অভিনব উপায়ে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাল তারা। একেবারে কবিতা লিখে।

Advertisment

সোমবারেই ৪৭তম জন্মদিনে পা রেখেছেন মহারাজ। ক্রিকেটার, প্রশাসক, ধারাভাষ্যকার সৌরভের কীর্তি দেখল জন্মদিনের সকাল। এদিন সকালেই ইনস্টাগ্রামে পদার্পণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই সক্রিয় ছিলেন। টুইটারে তাঁর সুচিন্তিত বক্তব্য প্রায়ই পাওয়া যায়। এবার সরাসরি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মহারাজের। সেই উপলক্ষ্য স্মরণীয় করে রাখতেই ইনস্টাগ্রাম-কেকও কাটেন।

Advertisment

আরও পড়ুন বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড ম্য়াচ ভেস্তে গেলে ফাইনালে কারা, জানুন অঙ্ক

সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার ছুঁইছুঁই। ইনস্টাগ্রামের নিজের কেক কাটার ছবি-ই প্রথম আপলোড করেছেন সৌরভ।

অন্যদিকে, সৌরভের জন্মদিন আরও স্মরণীয় করে রাখতে ছড়া লিখল কলকাতা পুলিশ। সকাল আটটা নাগাদ সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কলকাতা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয় -

"দেশ-বিদেশে, দিনের শেষে, 'দাদা' নামেই সবাই চেনে
নেতার নেতা, মন্ত্র জেতা, আজকে তাঁরই জন্মদিনে

এই পোস্ট তাই

ইডেন ঘরের, লর্ডস সুদূরের, ডারবানে বা পার্থে
কেউ পেরেছে নিন্দাকে আর তাঁর মতো ছয় মারতে?

মহারাজাই!

এই যে আজের বিরাট-রাজে বিশ্বকাপে হিস্টিরিয়া
উড়িয়ে দেব, যাকেই পাব, নেই পরোয়া টিম ইন্ডিয়া

ভিতটা দাদার

কপিল-সানি-বিরাট-ধোনি, এবং ধরুন খোদ শচীনই
ক্রিকেট ওঁদের সবার মতো দাদার কাছেও অশেষ ঋণী

বলার কী আর?

দাদাগিরি, মানায় তাঁরই, নেতার মুকুট ক্রিকেটমাঠে
আজ এই দিন,কয়েক লাইন,জন্মদিনের জুলাই আটে

শুভেচ্ছা-ক্ষণ

ব্যাট বা বলে,হট্টগোলে,প্লেয়ার অনেক আসবে-যাবে
বাইশ গজে ওই মেজাজে তাঁর মতো আর ক'জন হবে

শতায়ু হন।"

সৌরভের প্রথম ইনস্টাগ্রাম পোস্টের মতোই এই ছড়াও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইতিমধ্যেই সেই ছবিতে রিয়্যাক্ট করেছেন সাড়ে ৩ হাজারের কাছাকাছি ফলোয়ার। কমেন্ট ও শেয়ারের সংখ্যা যথাক্রমে ১৮০ ও ৬৩৮, যা দ্রুত বর্ধমান।

kolkata police Sourav Ganguly