Krishna Jayasankar: কৃষ্ণা জয়শঙ্করের নতুন ভারতীয় ইনডোর শটপুট রেকর্ড! ১৬.০৩ মিটারে ব্রোঞ্জ জয়

Shot Put Record: ২২ বছর বয়সি কৃষ্ণা জয়শঙ্কর আলবুকার্কে ১৬.০৩ মিটার শটপুট ছুঁড়ে নতুন ভারতীয় ইনডোর রেকর্ড গড়লেন! ফাইনালের শেষ রাউন্ডে ব্রোঞ্জ জয় করে NCAA চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Krishna Jayasankar: আলবুকার্কে কৃষ্ণা জয়শংকরের ব্রোঞ্জ জয়

Krishna Jayasankar: আলবুকার্কে কৃষ্ণা জয়শংকরের ব্রোঞ্জ জয়। (ছবি- সংগৃহীত)

Krishna Jayasankar Shot Put Record: টেক্সাসের পড়ুয়া ভারতীয় শটপুটার কৃষ্ণা জয়শঙ্কর আলবুকার্কে আয়োজিত মাউন্টেন ওয়েস্ট ইনডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে নতুন ভারতীয় ইনডোর রেকর্ড গড়লেন। তিনি ১৬.০৩ মিটার দূরত্বে শটপুট ছুড়ে ভাঙলেন মহারাষ্ট্রের পূর্ণারাও রানের (১৫.৫৪ মিটার) দূরত্বের রেকর্ড। 

Advertisment

🥉 ব্রোঞ্জ পদক জয়
কৃষ্ণা সেরা দূরত্ব অতিক্রম করেছেন শেষ রাউন্ডে। এই রাউন্ডে তিনি কলোরাডো স্টেটের ম্যাকাইলা লংকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছেন। জিতেছেন ব্রোঞ্জ পদক। ম্যাকাইলা লং-এর শটপুট ১৫.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিল।  

🏆 ভারতীয় ইনডোর শটপুটের সেরা ১০ রেকর্ড:

Advertisment

1️⃣ ১৬.০৩ মিটার – কৃষ্ণা জয়শঙ্কর (২০২৫)
2️⃣ ১৫.৫৪ মিটার – পূর্ণা রাওরানে (২০২৩)
3️⃣ ১৫.২১ মিটার – মনপ্রীত কউর (২০১৬)
4️⃣ ১৪.৮০ মিটার – আভা খাতুয়া (২০২৩)
5️⃣ ১২.৭৪ মিটার – জেজে শোভা (২০০৮)
6️⃣ ১২.৬৭ মিটার – নীলম জাখার (২০০৯)
7️⃣ ১২.২৫ মিটার – সৌমিয়া মুরুগান (২০২৩)
8️⃣ ১২.১৩ মিটার – স্বপ্না বর্মন (২০২৩)
9️⃣ ১১.৫২ মিটার – পূর্ণিমা হেমব্রম (২০১৭)
🔟 ১১.১৫ মিটার – পূজা জোস (২০০২)

US NCAA চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন
রবিবারের ব্রোঞ্জ পদক জয়ের ফলে, কৃষ্ণা ১৪-১৫ মার্চ ভার্জিনিয়া বিচে হতে চলা আমেরিকান ইন্টার-ইউনিভার্সিটি NCAA ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেলেন। 

আরও পড়ুন- কেরলের আত্মসমর্পণে শিরোপা জয়, বিদর্ভ ৭ বছরে তৃতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন!

🏅 ভারতের ইনডোর ট্র্যাকের ভবিষ্যৎ
ভারতে বিশ্বমানের ইনডোর ট্র্যাকের সংখ্যা কম, এখনও পর্যন্ত শুধুমাত্র ভুবনেশ্বরে একটি উচ্চ-মানের ইনডোর ট্র্যাক রয়েছে। তবে, গুলবীর সিং-এর ৫,০০০ মিটার দৌড়ে ১২:৫৯.৭৭ সময়ের নজির গড়া ও কৃষ্ণার এই কৃতিত্ব ভারতের ইনডোর অ্যাথলেটিক্সের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে। এমনটাই মনে করছেন ক্রীড়কর্তারা।

India USA Sports News sports Champion