ঋদ্ধিমানকে নিয়ে ঝুঁকি নিল না বোর্ড! জাতীয় দলে সুযোগ নতুন উইকেটকিপারকে

আইপিএলে খেলতে খেলতেই করোনা আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তারপর দিল্লীতেই নিভৃতাবাসে ছিলেন তারকা। এই সপ্তাহেই কলকাতায় পা রেখেছেন সুস্থ হয়ে।

আইপিএলে খেলতে খেলতেই করোনা আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তারপর দিল্লীতেই নিভৃতাবাসে ছিলেন তারকা। এই সপ্তাহেই কলকাতায় পা রেখেছেন সুস্থ হয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ায় নতুন সংযোজন ঘটল। ঋদ্ধিমান সাহার স্ট্যান্ড বাই হিসাবে দলে নেওয়া হলে অন্ধ্রপ্রদেশের উইকেটকিপার ব্যাটসম্যান কেএস ভারত। ১৮ জুলাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়া খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপরেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ।

Advertisment

আড়াই মাস ব্যাপী ট্যুরে ২০ জনের স্কোয়াডে আগে ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থকে রেখে দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে আইপিএল খেলার সময়েই করোনা আক্রান্ত হন ঋদ্ধিমান সাহা। আপাতত সুস্থ হয়ে উঠলেও ঋদ্ধিমানকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না বোর্ড। ঋদ্ধিমানের স্ট্যান্ড বাই হিসাবেই তাই জুড়ে দেওয়া হল ভারতকে।

আরো পড়ুন: টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন দ্রাবিড়ই! বড়সড় ঘোষণার পথে সৌরভের বোর্ড

Advertisment

১৯ মে কেএস ভারত ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন কোয়ারেন্টাইন সারার জন্য। জুনের ২ তারিখ ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়া মুম্বইয়ে ১০ দিনের কোয়ারেন্টাইন সারবে। ইন্ডিয়া-এ দলে নিয়মিত উইকেটকিপার হিসাবে খেলে থাকেন ভারত। ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ চলাকালীনও ভারতকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছিল।

এর আগে অস্ট্রেলিয়া সফরে বড়সড় স্কোয়াডে গড়ে টিম ইন্ডিয়া খেললেও একাধিক প্রথম একাদশের তারকা চোট আঘাতে বিপর্যস্ত হয়ে খেলতে পারেননি। একসময় পুরো প্রথম একাদশ গড়াও সমস্যা হয়ে পড়েছিল। নেট বোলার হিসাবে জাতীয় দলের সঙ্গে যাওয়া নটরাজনও তিন ফরম্যাটেই অভিষেক ঘটিয়ে ফেলেন। অতীতের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই টিম ইন্ডিয়া এবার বাংলার ঋদ্ধিমানকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। সেই কারণেই একদম শেষ মুহূর্তে দলে নেওয়া হলে ভারতকে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলা ঋদ্ধিমান দিল্লিতে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দু-সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন। সুস্থ হয়েই তারপর চলতি সপ্তাহেই কলকাতা ফিরে এসেছেন। ফেব্রুয়ারি থেকে টানা জাতীয় দলের সঙ্গে খেলছেন। তারপর আইপিএলও ছিল। মুম্বইয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তাই বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েই পরিবারের সঙ্গে কিছুদিন কাটাতে এসেছেন ঋদ্ধিমান। পরের সপ্তাহেই মুম্বই রওনা হচ্ছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Wriddhiman Saha Indian Cricket Team